পল্লব হাজরা,বরাহনগর: শীতের মরসুম পড়তেই বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায় সন্ধ্যের পরে লাইট জ্বালিয়ে ব্যাডমিন্টন খেলতে। যদিও পেশাগত খেলোয়াড়রা সারা বছর ধরেই ইনডোরে অনুশীলন করে থাকেন। তবে এই শীতকালে বিভিন্ন জায়গায় আউটডোর ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়ে থাকে। ঠিক তেমনি বরাহনগর বনহুগলীতে সদ্যপ্রয়াত যুবক মৃন্ময় বোসের স্মৃতির উদ্দেশ্যে “মৃন্ময় বোস স্মৃতি চ্যালেঞ্জ কাপ” শীর্ষক দুই- দিনব্যাপী একটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করল বনহুগলি রাজা রামমোহন রায় স্মৃতি সংঘ। কলকাতা সহ অন্যান্য জেলা থেকে মোট ১৬ টি দল এই টুর্ণামেন্টে অংশ নেন।
প্রসঙ্গত চলতি বছরে বর্ষ বরণের রাতে যখন দেশ ও রাজ্যর মানুষ উৎসবে ব্যস্ত ঠিক সেই দিন মধ্য রাতে মর্মান্তিক ঘটনার সাক্ষী ছিল এই অঞ্চল।সেই দিন স্থানীয় ক্লাব রাজা রামমোহন রায় স্মৃতি সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল বর্ষ বরণের অনুষ্ঠান। সদস্যদের অভিযোগ দ্রুত গতি সম্পন্ন একটি বাইক ধেয়ে আসায় প্রতিবাদ করেন ক্লাবের সদস্য মৃন্ময় বোস। কথা কাটাকাটি ও পরে ধস্তাধস্তির জেরে মৃন্ময় কে ঠেকে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে দুই বাইক সওয়ারীর উপর। রাস্তায় পড়ে গেলে পিছন থেকে আসা লরিতে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় মৃন্ময়ের। আজ তাঁর স্মরনেই এই প্রতিযোগিতা।
শনিবার ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড এবং কোয়ার্টার ফাইনাল খেলা হয়। সেমিফাইনাল এবং ফাইনাল খেলা হয় রবিবার। রবিবার এই ফাইনাল খেলার উদ্বোধন করেন বরাহনগর পুরসভার প্রাক্তন পুর প্রশাসক তথা কো-অরডিনেটর অপর্ণা মল্লিক। কোর্টে নেমে বেশ কিছুক্ষণ ব্যাডমিন্টন খেলেন তিনি। তারপরই শুরু হয় টুর্নামেন্টের আসল খেলা। কোর্টের চারিদিকে ছিল বিভিন্ন এলাকা থেকে এসে ভিড় করে থাকা দর্শক।
টানটান উত্তেজনার মধ্যে দিয়ে টুর্ণামেন্টের ফাইনাল পর্বটি শেষ হয় রাত প্রায় দেড়টা নাগাদ। ‘সুরজিৎ ডটকম’ ও ‘সোম এন্ড পার্টনার’ এই দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয়ের শিরোপা ছিনিয়ে নেয় সোম এন্ড পার্টনার।