নিজস্ব প্রতিনিধি,শান্তিনিকেতন : তিন দফা দাবি নিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে গত ২৩ দিন ধরে চলছে আন্দোলন। এই তিন দফা দাবি দাওয়ার মধ্যে যেমন রয়েছে হোস্টেল খোলার দাবি, ঠিক তেমনি আবার রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন পেছানোর দাবি। এছাড়াও রয়েছে অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবি-দাওয়া। এই সকল দাবি-দাওয়াকে ঘিরে সোমবার নতুন করে উত্তপ্ত হতে লক্ষ্য করা গেলেও বিশ্বভারতী চত্বরকে।
সোমবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক সহ অন্যান্য বিভিন্ন বিভাগের পরীক্ষার প্রথম দিন। এমত অবস্থায় পড়ুয়ারা তাদের আগের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা বয়কটের ডাক দিয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো এ দিন এই পড়ুয়াদের পরীক্ষা বয়কটের ডাকে শামিল হতে লক্ষ্য করা যায় পড়ুয়াদের একাংশের অভিভাবকদেরও। পড়ুয়াদের ওই একাংশ অভিভাবকরাও পড়ুয়াদের মতোই পরীক্ষা বয়কটের পক্ষেই মত পোষণ করেছেন।
অন্যদিকে আবার অন্য এক অংশের অভিভাবকরা পড়ুয়াদের পরীক্ষা দেওয়ার পক্ষে দাবি তুলেছেন। এই নিয়ে আবার অভিভাবকদের সঙ্গে পড়ুয়াদের চরম বাকবিতণ্ডা শুরু হয় বিশ্বভারতী চত্বরে। সেই বাকবিতণ্ডা শেষ পর্যন্ত ধস্তাধস্তিতে পৌঁছে যায়। এই ঘটনায় এক পড়ুয়া আহত হন। পরীক্ষা দেওয়া এবং না দেওয়াকে কেন্দ্র করে বিশ্বভারতী চত্বরে সোমবার রক্ত ঝরতে লক্ষ্য করা গেল।