নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: দিনেদুপুরে বাইকে করে এসে এক যুবককে গুলি করার ঘটনা ঝাড়গ্রামের ছয় নম্বর জাতীয় সড়কের উপরে। আহত যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ ।
ঘটনাটি শনিবার দুপুরে নেতুরা থেকে চন্দ্রী মোড়ের মধ্যে ছয় নম্বর জাতীয় সড়কের মধ্যে ঘটে । গুলিতে আহত যুবকের নাম সুদীপ মহাপাত্র ( ২৫) । সুদীপের বাড়ি চন্দ্রী এলাকার নয়াগ্রাম গ্রামে । সুদীপ স্থানীয় একটি রেশন দোকানের কর্মী । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুদীপ এদিন চন্দ্রী মোড়ের দিক থেকে নেতুরার দিকে ফিরছিল সেই সময় সুদীপের পিছনে কাপড়ে মুখ ঢাকা দুই জন দুষ্কৃতী একটি বাইক নিয়ে ধাওয়া করে । সুদীপকে বারে বারে দাঁড়াতে বললে সুদীপ না দাঁড়ানোয় ওই দুষ্কৃতীরা প্রথমে শূন্যে এক রাউন্ড গুলি করে । শূন্যে এক রাউন্ড গুলি চালানোর পরেও যখন সুদীপ না দাঁড়ায় সুদীপকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায় বাইকে থাকা দুষ্কৃতীরা। সেই গুলি লাগে সুদীপের কোমরে । রক্তাক্ত অবস্থায় জাতীয় সড়কের উপর লুটিয়ে পড়ে সুদীপ।
দুষ্কৃতীরা গাড়ি থামিয়ে সুদীপকে পেছনে আরও এক রাউন্ড গুলি করে । তারপরে সুদীপের বাইক ,মোবাইল ও মানি ব্যাগ নিয়ে চম্পট দেয় ওই দুই দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম থানার পুলিশ । সুদীপকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় প্রথমে মোহনপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে । সেখান থেকে সুদীপকে চিকিৎসার জন্য ঝাড়গ্রাম জেলার হাসপাতালে স্থানান্তর করা হয় । দিনে দুপুরে গুলি চালানোর ঘটনায় রীতিমতো আতঙ্কে পরিবেশ সৃষ্টি হয়েছে নেতুরা এলাকায় । আক্রান্ত সুদীপ ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতলে চিকিৎসাধীন।সাংবাদিকদের সে বলেন , “আমি বাইক চালিয়ে বাড়ি ফিরছিলাম, সেই সময় একটি বাইক চালিয়ে কাপড়ে মুখ ঢাকা দুইজন আমার পিছু নেয় ,তারাই আমাকে গুলি করে আমার বাইক,মোবাইল এবং টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় ।”
দিনে দুপুরে এইভাবে গুলি চালিয়ে দুষ্কৃতীদের তাণ্ডব চালানোয় আতঙ্ক ছড়িয়েছে ঝাড়গ্রাম জুড়ে। আজ সকালেই ঝাড়গ্রাম থানার অন্তর্গত মানিকপাড়া বিট হাউসের মানিকপাড়া রামকৃষ্ণ বাজারে মাওবাদী নামাঙ্কিত পোস্টার পাওয়া যায়। যেখানে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে লাল কালিতে লেখা রয়েছে, ” কিশান জি অমর রহে, এতদিন তৃণমূল খেলেছে জনগণের সাথে, এবার মাওবাদী খেলবে তৃণমূল নেতার সাথে ।
রাজ্যের গোয়েন্দা দপ্তর ইতিমধ্যেই মাওবাদী গতিবিধি বৃদ্ধি পেয়েছে জানিয়ে ঝাড়গ্রামে জেলা প্রশাসনকে সতর্ক করেছেন । এলাকায় জারি হয়েছে হাই এলার্ট। ঝারগ্রাম এর বিভিন্ন এলাকায় নাকা চেকিং সহ তল্লাশি অভিযান জারি রয়েছে পুলিশের। এরপরেও দিনেদুপুরে গুলি করে বাইক, মোবাইল এবং টাকা ছিনতাইয়ের ঘটনায় মাওবাদী আতঙ্ক ছড়িয়েছে ঝাড়গ্রামে।
পুলিশের অনুমান, ছিনতাইকারীরা সচরাচর গুলি চালিয়ে বাইক ছিনতাই করে না। তবে গোয়েন্দারা আগে থেকেই সতর্ক করেছিল মাওবাদীরা বিভিন্ন নাশকতা চালানোর জন্য বাইক ছিনতাই করতে পারে বলে।