HomeবিনোদনAjay Devgan: হিন্দি জাতীয় ভাষা নয়, দক্ষিণী তারকা কিচ্চা সুদীপের সঙ্গে বিতর্কে...

Ajay Devgan: হিন্দি জাতীয় ভাষা নয়, দক্ষিণী তারকা কিচ্চা সুদীপের সঙ্গে বিতর্কে জড়ালেন অজয় দেবগন

Published on

 

 

 

খবর এইসময় ডেস্ক:    হিন্দি নিয়ে ফের শোরগোল অন্তর্জালে। হিন্দি জাতীয় ভাষা কি না, তা নিয়ে বিতর্কে জড়ালেন অজয় দেবগণ (Ajay Devgn) এবং দক্ষিণের জনপ্রিয় অভিনেতা কিচা সুদীপ। অজয় দেবগণ এবং কিচা সুদীপের মন্তব্য, পালটা মন্তব্য নিয়ে সরগরম ট্যুইটার।

 

সম্প্রতি একটি অনুষ্ঠানে কিচা সুদীপ (Kiccha Sudeep) বলেন, হিন্দি আমাদের জাতীয় ভাষা নয়। একের পর এক দক্ষিণী ছবি যেভাবে ব্লকবাস্টার হচ্ছে, সেই প্রেক্ষিতেই একটি প্রশ্নের উত্তরে হিন্দি জাতীয় ভাষা নয় বলে মন্তব্য করেন কিচা সুদীপ। হিন্দি নিয়ে দক্ষিণী তারকার ওই মন্তব্যের পর তাঁকে পালটা জবাব দেন অজয় দেবগণ।

 

বলিউড অভিনেতা নিজের সোশ্যাল হ্যান্ডেলে হিন্দিতে পালটা জবাব দেন কিচা সুদীপকে। বলিউড অভিনেতা লেখেন, অজয়য় দেবগণ লেখেন, হিন্দি যদি জাতীয় ভাষা না হয়, তাহলে তোমরা (কিচা সুদীপ) কেন নিজেদের দক্ষিণী ভাষার ছবিকে হিন্দিতে ডাব করে বক্স অফিসে চালাও? হিন্দি আগের মত এখনও জাতীয় ভাষা বলে মন্তব্য করেন অজয় দেবগণ।

 

অজয় দেবগণের হিন্দি নিয়ে জবাবের পর পালটা মন্তব্য করেন কিচা সুদীপ। তিনি বলেন, যে প্রেক্ষিতে হিন্দি প্রসঙ্গ তিনি উল্লেখ করেছিলেন, এবার তা হয়ত অজয় দেবগণের কাছে পৌঁছবে। পাশাপাশি এসব নিয়ে তিনি কোনও বিতর্ক জড়াতে চান না বলেও মন্তব্য করেন কিচা সুদীপ।

 

 

 

উল্লেখ্য, ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই। কারণ ভারত বহুভাষাভাষীর দেশ। সংবিধানে সমস্ত ভাষা, ধর্ম, বর্ণ, জাতিকে সমান অধিকার এবং সম্মান দেওয়ার কথা বলা হয়েছে। তাই শুধু একটি ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে সকল ভারতবাসীর ভাষা বলে মেনে নেওয়া সম্ভব নয়। সকল ভারতবাসী একি ভাষার মানুষ নন। আর একজনের ভাষাকে আর একজনের উপর চাপিয়ে দেওয়াটা সংবিধান পরিপন্থী। কাজেই ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই। এ প্রসঙ্গে বলি, অনেকেই হয়তো জানেন না যে আমেরিকা যুক্তরাষ্ট্রেরও কোনো রাষ্ট্রভাষা নেই।

 

কিন্তু একটা দেশ চালাতে হলে তো একটা ভাষা দরকার। স্বাধীনতার সময় গান্ধিজীর কথায় শেষ কথা ছিল, তিনি হিন্দি ভাষাকে সবার উপর চাপানোর পক্ষপাতী ছিলেন, কিন্তু সবাই মিলে এটাই ঠিক হয়েছিল যে একটা দেশীয় ভাষাকে কেন্দ্র সরকারের ভাষা বলে গ্রহণ করা হবে এবং যতদিন না সমস্ত ভারতবাসী হিন্দি ভাষাকে স্বেচ্ছায় গ্রহণ করছে, ততদিন ইংরেজি ভাষা অহিন্দি ভাষীদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হবে। যে কারণে সরকার টিভি রেডিও এবং সিনেমার মাধ্যমে হিন্দি ভাষার প্রচার এবং প্রসারের চেষ্টা করে এসেছে।

 

সম্প্রতি হিন্দিকে (Hindi) জাতীয় ভাষা করা হোক বলে সম্প্রতি মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কেন্দ্রীয় মন্ত্রীর ওই মন্তব্যের পর পরই তা নিয়ে জোরদার বিতর্ক শুরু হয়ে যায় প্রায় গোটা দেশ জুড়ে।

 

 

Latest News

TMC Leaders: শুদ্ধিকরণের পথে দল! গ্রেফতার তৃণমূলের দুই প্রভাবশালী নেতা

মুখ্যমন্ত্রী নবান্নে বৃহস্পতিবার বৈঠকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন (TMC Leaders)। এরপরেই তড়িঘড়ি  বারাবনির এসআই-কে...

Calcutta High Court: আপাতত ভাঙা যাবে না মন্দারমনির হোটল! বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের

হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে সাময়িক স্বস্তিতে  মন্দারমনির হোটেল মালিকরা। জেলা শাসকের হোটেল ভাঙার...

Kinjal Nanda: বিজ্ঞাপনী প্রচারে কিঞ্জল নন্দ! আরজি কর কাণ্ডের আগে কোথায় ছিলেন… কটাক্ষ নেটিজেনদের

আরজি কর কাণ্ডে ১০০ দিন কেটে গিয়েছে। (Kinjal Nanda) সুবিচারের দাবিতে জুনিয়র চিকিৎসক থেকে...

Price Hike: মুখ্যমন্ত্রীর ধমকের পরেই সবজি বাজারে আচমকা হানা টাস্ক ফোর্সের! আপাত স্বস্তিতে মধ্যবিত্তরা

বাজারে শাক-সবজির দাম (Price Hike) আকাশ ছোঁওয়া। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার বৈঠক করেছিলেন (Price Hike)...

More like this

TMC Leaders: শুদ্ধিকরণের পথে দল! গ্রেফতার তৃণমূলের দুই প্রভাবশালী নেতা

মুখ্যমন্ত্রী নবান্নে বৃহস্পতিবার বৈঠকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন (TMC Leaders)। এরপরেই তড়িঘড়ি  বারাবনির এসআই-কে...

Calcutta High Court: আপাতত ভাঙা যাবে না মন্দারমনির হোটল! বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের

হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে সাময়িক স্বস্তিতে  মন্দারমনির হোটেল মালিকরা। জেলা শাসকের হোটেল ভাঙার...

Kinjal Nanda: বিজ্ঞাপনী প্রচারে কিঞ্জল নন্দ! আরজি কর কাণ্ডের আগে কোথায় ছিলেন… কটাক্ষ নেটিজেনদের

আরজি কর কাণ্ডে ১০০ দিন কেটে গিয়েছে। (Kinjal Nanda) সুবিচারের দাবিতে জুনিয়র চিকিৎসক থেকে...