Tuesday, October 22, 2024
HomeশিরোনামKanthi: বিনে পয়সায় কব্জি ডুবিয়ে খাওয়া, শিক্ষকের "বাপের হোটেল" এ

Kanthi: বিনে পয়সায় কব্জি ডুবিয়ে খাওয়া, শিক্ষকের “বাপের হোটেল” এ

Published on

 

সঞ্জয় কাপরি, পূর্ব মেদিনীপুর:  বাড়ির ছেলে বড় হয়ে যাওয়ার পর যতদিন পর্যন্ত না কোন কাজকর্ম করে সংসারের হাল ধরছে ততদিন বে- রোজগেরেদের বাড়িতে ‘অন্ন ধ্বংসের’ জন্য ‘বাপের হোটেলের’ খোঁটা শুনতে হয় প্রায়শই। এবার এই নামেই খুলে গেল হোটেল। এখানে  দিনরাত কব্জি ডুবিয়ে খেলেও দিতে হবে না টাকা পয়সা। আশ্চর্যের বিষয় তাই না ? হ্যাঁ তাই বটে। তবে এখানে বলে রাখা দরকার যে এখানে কিন্তু মানুষের প্রবেশ একেবারেই নিষিদ্ধ। আসবে শুধু অবলা জীব।

এমনই এক মানবিক কাজ করেছেন পরিবেশ প্রেমী এক শিক্ষক। পূর্ব মেদিনীপুরের কাঁথি ১ ব্লকের কুলাইপদিমা নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামল জানার এই উদ্যোগ।

 

শ্যামল বাবুর বিবাহবার্ষিকী ২৫ এপ্রিল। সেদিন থেকেই কাঁথির আঠিলাগাড়িতে এই হোটেল চালু হয়েছে। যদিও এই হোটেলের জায়গা ওনার শশুরালয় । এই বাড়ির লিখিত কর্তা রবীন্দ্রনাথ দাস ও শ্যামল বাবুর স্ত্রী মনিকা জানার সহ যোগীতায় এই আয়োজন।

প্রথমদিন থেকেই প্রচুর ভিড়। কারণ, গরমে পশুপাখি সবার অবস্থাই খারাপ। বাপের হোটেল-এ যথেচ্ছ খাবার ও পানীয় জল পেয়ে ওরা প্রাণে বাঁচছে।

 

কি থাকছে মেনু ?

ওদের জন্য থাকছে কলা, আঙুর, শসা, কাঁচাছোলা, গম, সূর্যমুখী বীজ, ভুট্টা, বাদাম এবং অবশ্যই পানীয় জল। খাবারগুলি পরিবেশন করা হয় রংবাহারি নকশা করা, মাটির নানা মাপের পাত্রে। বাড়ির খোলা ছাদে এই হোটেল ২৪ ঘণ্টা খোলা। দড়িতে হনুমানদের জন্য সাজানো রয়েছে পাকাকলা।

শ্যামল বাবু সারা বছরই নানা সমাজসেবামূলক কাজ করে থাকেন কিন্তু অনেকে আবার এসব কাজ দেখে খানিক মুখ বেঁকা করেন বটে কিন্তু তাতে শ্যামল বাবুর কিছু যায় আসে না বলেই জানান স্থানীয় পরিবেশ প্রেমীরা। তারা আরও জানান, সবসময় সামাজিক কাজে পাওয়া গেছে ওনাকে।  কখনও দুঃস্থদের পোশাক দান, কখনও বন্যা বা ঝড়-বিধ্বস্তদের ত্রিপল। বিভিন্ন জেলায় হাজার বট-অশ্বত্থের চারাও রোপণ করেছেন এবং তাঁর এই সব কর্মসূচি চলছে নিত্য নৈমিত্তিক ভাবেই।

“যদিও ‘বাপের হোটেল’ প্রসঙ্গে শ্যামল বাবু বলেন, “সামান্য প্রাথমিক শিক্ষক। বিবাহবার্ষিকীতে দামি উপহার দেওয়ার সাধ্য নেই। স্ত্রীকে খুশি করতে প্রচণ্ড দাবদাহে জীবসেবার ব্রত হয়েছি।”

তিনি জানান,বিবাহবার্ষিকী এবার তিনে পা দিলো। খানিক পাগল চিত্ত হলেও স্ত্রী মণিকা জানা সাথ দেন কাঁধে কাঁধ মিলিয়েই । তবে সহধর্মিনী ওনাকে সহ্য করছে তার জন্য ঈশ্বরের কৃপা বলে ধন্যবাদ জানান শ্যামল বাবু।

শ্যামল বাবুর কান্ড দেখে অনেকে হাঁসছেন বটে আবার হাততালির যোগ্য বলে সাহসও জুগিয়েছেন সহ কর্মী থেকে নেটিজেনরা। মানুষের কথা ভাবে সবাই কিন্তু অবলারদের কথা কজনই বা ভাবে।

Latest articles

Commonwealth Games 2026: কমনওয়েলথ গেমসে ভারতের পদকের আশায় বড় ধাক্কা, বাদ ক্রিকেট, হকিসহ অনেক খেলা

২০২৬ সালের কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2026) আসর বসতে চলেছে গ্লাসগোতে। স্কটল্যান্ডের এই শহরে...

BRICS: মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে রাশিয়ায় প্রধানমন্ত্রী মোদী, কেন ভারতের জন্য ব্রিকস এত গুরুত্বপূর্ণ?

রাশিয়ায় ১৬তম ব্রিকস শীর্ষ সম্মেলনে (BRICS) যোগ দিতে রাশিয়া গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি...

Pushpa 2 Box Office: রিলিজের আগেই ‘পুষ্পা ২’ বক্স অফিসে ধামাকা! ১০৮৫ কোটি টাকা উপার্জন

দক্ষিণের তারকা আল্লু অর্জুন অভিনীত 'পুষ্পা ২: দ্য রুল' এই বছরের বহুল প্রতীক্ষিত ছবিগুলির...

By Elections: ভেঙে গেল বাম-কংগ্রেস জোট! উপনির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে দ্বন্দ্ব প্রকাশ্যে

প্রদেশ কংগ্রেস সভাপতি পরিবর্তন হওয়ার পরেই রাজ্যে ভেঙে গেল বাম-কংগ্রেস জোট (By Elections)। বামেদের...

More like this

By Elections: ভেঙে গেল বাম-কংগ্রেস জোট! উপনির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে দ্বন্দ্ব প্রকাশ্যে

প্রদেশ কংগ্রেস সভাপতি পরিবর্তন হওয়ার পরেই রাজ্যে ভেঙে গেল বাম-কংগ্রেস জোট (By Elections)। বামেদের...

Amit Shah: সাইক্লোন দানার প্রভাব! বাতিল হয়ে গেল অমিত শাহের কলকাতা সফর

২৪ অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বাংলায় আসার কথা ছিল। আপাতত তা...

Cyclone: কালীপুজোর আগেই আছড়ে পড়বে সাইক্লোন দানা! কোথায় হবে ল্যান্ডফল?

কালীপুজোর আগে বাংলার আকাশ ঘিরে দুর্যোগের (Cyclone) ভ্রকূটি দেখা দিচ্ছে। বৃহস্পতিবার পুরী-সাগরদ্বীপে আছড়ে পড়তে...