Homeজেলার খবরPaschim Medinipur: গাছ কাটা ও উন্নয়ন না হওয়া নিয়ে সোচ্চার হওয়ায় মুখ্যমন্ত্রীকে...

Paschim Medinipur: গাছ কাটা ও উন্নয়ন না হওয়া নিয়ে সোচ্চার হওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন দাপুটে CPI(M) নেতা সুশান্ত ঘোষ

Published on

নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার গাছ কাটা ও উন্নয়ন না হওয়া নিয়ে সোচ্চার হওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন জেলা সিপিএম সম্পাদক তথা গড়বেতার প্রাক্তন বিধায়ক সুশান্ত ঘোষ।

প্রসঙ্গত,গত মঙ্গলবার মেদিনীপুর শহরে প্রশাসনিক সভা থেকে গড়বেতায় বন বিভাগের জমিতে থাকা হাজার হাজার গাছ কেটে নেওয়ার ঘটনায় গড়বেতার বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরার প্রতি কড়া অবস্থান নেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । বৈঠকে থাকা পুলিশ সুপার ও জেলা শাসককে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন , এই ঘটনায় রাজ্য সরকার কাউকে রেয়াত করবে না।

দোষী সাজা পাবেই। ইতিমধ্যেই গাছ কাটার ঘটনায় নড়ে চড়ে বসেছে জেলা পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অঞ্চল সভাপতি ও গ্রাম প্রধানকে। দুজনেই জেলে রয়েছে। আরো ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর পাশাপাশি গড়বেতায় বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের কাজ হয় ধীর গতিতে চলছে নয়ত শুরুই হয়নি। এবিষয়েও বৈঠকে সোচ্চার হতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে,মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে শুক্রবার বিকেলে গড়বেতা -৩ ব্লকের বকেয়া কাজকর্ম দ্রুত শেষ করার লক্ষ্যে বিডিও , পঞ্চায়েত সমিতির সভাপতি , অন্যান্য আধিকারিকদের নিয়ে মেদিনীপুর থেকে  ভার্চুয়াল বৈঠক করেন জেলাশাসক রশ্মি কোমল । তিনি সামগ্রিক বিষয় খোঁজ খবর নিয়ে বকেয়া কাজ কিভাবে শেষ করতে হবে তার দিকনির্দেশ করেন ।

শনিবার জেলা সিপিএম কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানান রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা গড়বেতার প্রাক্তন বিধায়ক সুশান্ত ঘোষ। তিনিই বর্তমানে সিপিএমের জেলা সম্পাদক।
তিনি জানান ,  গড়বেতায় গাছ কেটে পাচার করা ও উন্নয়ন না হওয়া নিয়ে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকের যে অবস্থান নিয়েছেন গড়বেতার দীর্ঘ দু দশকের প্রাক্তন বিধায়ক হিসেবে তিনি খুশি । এজন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

পাশাপাশি তিনি আরও বলেন “বামপন্থীদের সময়ে রাজ্যে চিরকুট দিয়ে চাকরি পাওয়া যেত” মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝাড়গ্রামের জনসভায় করা এই দাবিকে আজ মেদিনীপুরে সাংবাদিক বৈঠক করে, নস্যাৎ করেছেন সিপিএমের জেলা সম্পাদক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ। তিনি বলেন, বামপন্থীরা নিয়োগসহ সর্বক্ষেত্রেই নীতি নির্ধারণ করেছিল, স্বচ্ছতার মধ্য দিয়ে নিয়োগ করা হয়েছিল।শ্রীঘোষ মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন,গত ১১ বছরে একটিও আর্থিক দুর্নীতির জন্য, ১জন কেও ১দিনের জন্য জেলে ভরতে সক্ষম হননি। এখন নিজেকে সাধু সাজার জন্য পুরনো ১১ বছর আগের দুর্নীতিকে তুলে নিয়ে এছে মানুষের কাছে হাজির করছেন।।

Latest News

Price Hike: আলু রফতানিতে নিষেধাজ্ঞা! দাম কমার আশায় মধ্যবিত্ত বাঙালিরা

মুখ্যমন্ত্রীকে না জানিয়েই ভিন রাজ্যে পাঠানো হচ্ছিল আলু (price hike)। তার জেরেই হু হু...

IND vs AUS: ভারতের ব্যাটিংয়ে ধস, অজিদের কোমর ভেঙে দিলেন অধিনায়ক বুমরা

শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার (IND vs AUS) মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট...

IPL: আইপিএলের আগামী তিন আসরের সূচি প্রকাশ্যে

আসন্ন আইপিএলের (IPL) নিলাম অনুষ্ঠিত হয়নি এখনও। আগামী ২৪ ও ২৫ মে সৌদি আরবের...

Gyanvapi case: জ্ঞানবাপি মামলায় সুপ্রিম কোর্টের বড় রায়, মুসলিম পক্ষকে নোটিশ, ১৪ দিনের মধ্যে সিদ্ধান্ত?

শুক্রবার সুপ্রিম কোর্ট জ্ঞানবাপি মসজিদ (Gyanvapi case) পরিচালনা কমিটি এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে...

More like this

Price Hike: আলু রফতানিতে নিষেধাজ্ঞা! দাম কমার আশায় মধ্যবিত্ত বাঙালিরা

মুখ্যমন্ত্রীকে না জানিয়েই ভিন রাজ্যে পাঠানো হচ্ছিল আলু (price hike)। তার জেরেই হু হু...

TMC Leaders: শুদ্ধিকরণের পথে দল! গ্রেফতার তৃণমূলের দুই প্রভাবশালী নেতা

মুখ্যমন্ত্রী নবান্নে বৃহস্পতিবার বৈঠকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন (TMC Leaders)। এরপরেই তড়িঘড়ি  বারাবনির এসআই-কে...

Calcutta High Court: আপাতত ভাঙা যাবে না মন্দারমনির হোটল! বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের

হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে সাময়িক স্বস্তিতে  মন্দারমনির হোটেল মালিকরা। জেলা শাসকের হোটেল ভাঙার...