খবর এইসময় ডেস্ক: সঙ্গীত জগতে এ এক অপূরণীয় ক্ষতি। চলে গেলন কিংবদন্তি শিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার গুরুদাস কলেজের সঙ্গীত অনুষ্ঠানে নজরুল মঞ্চে গান করার সময় হঠাৎই অসুস্থতা বোধ করেন কেকে। হোটেল ফিরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ৫৩বছর বয়সে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পরতেই শোকের ছায়ায় ঢাকে গোটা দেশ।
চোখের জলে হাসপাতালে এসে উপস্থিত হন বহু অনুরাগী থেকে সঙ্গীত শিল্পী। খবর পেয়েই হাসপাতালে ছুটে আসেন শিল্পী অনুপম রায়, জিৎ গাঙ্গুলী, মন্ত্রী অরূপ বিশ্বাস।
জনপ্রিয় গায়ক বাংলা হিন্দি অসমীয়া মারাঠি তামিল সহ একাধিক ভাষায় গান গেয়ে হৃদয়স্পর্শ করেছিলেন আপামর দেশবাসীর। তবে ঠিক কি কারণে মৃত্যু তা ক্ষতিতে দেখছে চিকিৎসকেরা। বুধবার সকালে ময়নাতদন্ত হবে শিল্পীর। তাঁর অকাল প্রয়াণে থমকে গেছে গোটা সংগীত মহল।