পল্লব হাজরা,বরাহনগর: মেট্রো বিভ্রাট উত্তর শহরতলির ন-পাড়ায়। মঙ্গলবার কবি সুভাষ থেকে আগত দক্ষিনেশ্বরগামী আপ মেট্রো ন-পাড়া স্টেশন আসলে সন্ধে ৭:২৯ মিনিটে ন-পাড়া স্টেশন ছাড়িয়ে দরজা বন্ধ অবস্থায় দাঁড়িয়ে পরে রেকটি। পরবর্তী সময়ে দরজা বন্ধ অবস্থায় ফের এগিয়ে চলে রেক।
ঘটনায় ন-পাড়ায় যাত্রীরা নামতে না পারায় হতচকিত হয়ে পড়েন। যাত্রীদের মধ্যে শুরু হয়ে তীব্র অসন্তোষ। পরবর্তী স্টেশন বরাহনগরে ট্রেন থামলে মেট্রো অধিকারীক ও রেল পুলিশের সামনে বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ যাত্রীরা। যাত্রীরা অভিযোগ করেন মেট্রোর আলার্ম এর সাথেসাথে মোটরম্যানের সাথে যোগাযোগ করার চেষ্টা হলেও কোনো উত্তর আসেনি চালকের পক্ষ থেকে।
প্রায় দশ মিনিট মেট্রো চলাচল ব্যাহত হয় দক্ষিণেশ্বরগামী পথে। যাত্রীরা লিখিত ভাবে অভিযোগ জানান বরাহনগর মেট্রো স্টেশনের ভারপ্রাপ্ত আধিকারিক গৌরচন্দ্র রায়ের কাছে। অভিযোগ পত্রে চালকের মদ্যপ অবস্থায় থাকার কথা উল্লেখ করা হয় যাত্রীদের পক্ষ থেকে। ঘটনার জেরে আতঙ্ক হয়ে পড়েন সাধারণ যাত্রীরা।