Homeবিদেশের খবরQueen Elizabeth II dies:শেষ হল লড়াই, প্রয়াত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ

Queen Elizabeth II dies:শেষ হল লড়াই, প্রয়াত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ

Published on

 

খবর এইসময় ডেস্ক:  প্রয়াত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। গত অক্টোবর থেকেই স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ রাজ পরিবার। রাজপরিবারের পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে, “রানি আজ বিকেলে বালমোরালে শান্তিতে পরলোক গমন করেছেন। রানীর দেহ আজ সন্ধ্যায় বালমোরালে রাখা থাকবে এবং আগামীকাল লন্ডনে নিয়ে আসা হবে।” এদিন সকালেই চিকিৎসকরা বলেছিলেন রানির অবস্থা উদ্বেগজনক। বাকিংহাম প্যালেসের তরফে জানানো হয়েছিল রানি দ্বিতীয় এলিজাবেথকে সর্বক্ষণ চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। খবর দেওয়া হয়েছিল রাজ পরিবারের সকল সদস্যকে। রানির চার ছেলেমেয়ে, নাতিরা সকলেই একে একে এসে পৌঁছেছিলেন।

 

একদিন আগেই, বুধবার তাঁর সিনিয়র রাজনৈতিক উপদেষ্টাদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করার কথা ছিল রানির। কিন্তু তিনি তা বাতিল করতে বাধ্য হয়েছিলেন। চিকিৎসকরা তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তার আগে, গত সোমবার বালমোরাল ক্যাসেলেই লিজ ট্রাসকে ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী নিযুক্ত করেছিলেন তিনি। সাধারণত, বাকিংহাম প্যালেস বা উইন্ডসর ক্যাসেল থেকেই প্রধানমন্ত্রীকে নিয়োগ করে থাকেন রানি। কিন্তু, শারীরিক কারণেই এইবার তিনি লন্ডনে ফিরতে পারেননি। তাই প্রথা ভাঙতে বাধ্য হয়েছিলেন। বস্তুত, সাম্প্রতিক মাসগুলিতে, দৃশ্যতই যুক্তরাজ্যের রানীকে দুর্বল দেখাচ্ছিল। জনসমক্ষে খুব একটা বের হচ্ছিলেন না। লাঠি নিয়ে হাঁটা শুরু করেছিলেন। চেলসি এক ফ্লাওয়ার শোতে তাঁকে একটি মোটরচালিত হুইলচেয়ারে চলাফেরা করতেও দেখা গিয়েছিল।

গত জুন মাসেই রানি দ্বিতীয় এলিজাবেথের ব্রিটিশ সিংহাসনে বসার ৭০তম বার্ষিকী উপলক্ষে প্লাটিনাম জুবিলি উদযাপন করেছিল যুক্তরাজ্য। স্বাস্থ্যের কারণে সেই উদযাপনেরও অধিকাংশ ক্ষেত্রেই জনসমক্ষে আসেননি রানি। চার সন্তান, আট নাতি-নাতনি এবং সাত পুতি-পুতনি রেখে গেলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তাঁদের অধিকাংশই এদিন সকালে তাঁর শারীরিক অবস্থার কথা জেনে স্কটিশ এস্টেট, বালমোরালে এসে উপস্থিত হয়েছেন। এমনকি, রাজতন্ত্রের সঙ্গে প্রকাশ্যেই বিরোধে যাওয়া প্রিন্স হ্যারি ও মেগান মর্কেলও কানাডা থেকে উড়ে এসেছেন বলে জানা গিয়েছে। ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর তিনি ছাপিয়ে গিয়েছিলেন তাঁর প্রপিতামহী রানি ভিক্টোরিয়াকে। দ্বিতীয় এলিজাবেথই হন ব্রিটেনের দীর্ঘতম রাজত্বকারী শাসক। গত বছর পরলোক গমন করেছিলেন তাঁর স্বামী, প্রিন্স ফিলিপ। তাঁর ১০০তম জন্মদিনের মাত্র ২ মাস আগে ৯৯ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন ফিলিপ। তারপর থেকেই রানির শরীরটা ভালো যাচ্ছিল না।

Latest News

Prashant Kishor: বিহার একটি অসফল রাজ্য, সুদানের সাথে নিজ রাজ্যের তুলনা করলেন প্রশান্ত কিশোর

যুদ্ধ-বিধ্বস্ত সুদানের সঙ্গে তুলনা করে জন সুরাজ নেতা প্রশান্ত কিশোর (Prashant Kishor) বলেছেন, বিহার...

Parliament Winter Session: কিছু লোক গুন্ডামির মাধ্যমে সংসদ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, শীতকালীন অধিবেশনের আগে পিএম মোদীর বক্তব্য

সংসদের শীতকালীন অধিবেশন (Parliament Winter Session) শুরু হওয়ার আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী...

IPL Auction: নিলামের দ্বিতীয় দিনে আজ এই খেলোয়াড়দের ভাগ্য বদলাতে পারে

সৌদি আরবের জেড্ডা শহরে অনুষ্ঠিত হচ্ছে আইপিএল ২০২৫-এর মেগা নিলাম (IPL Auction)। নিলাম অনুষ্ঠিত...

CNG Price Hike: দামি হয়ে গেল এসব শহরে সিএনজি গ্যাস, কতটা বাড়ল আপনার শহরে জেনে নিন

বিধানসভা নির্বাচনের ফলাফলের পর যেন বিস্ফোরণ ঘটাল মূল্যবৃদ্ধি। পেঁয়াজ-টমাটোর দামে জর্জরিত আমজনতার পকেটে আরও...

More like this

Kalyan Banerjee: মমতাকে ছাড়া গতি নেই! ইন্ডিয়া জোটকে কঠোর বার্তা কল্যানের

মোদীকে হটাতে গেলে মমতা ছাড়া গতি নেই। ইন্ডিয়া জোটকে এমন বার্তা দিলেন তৃণমূলের সাংসদ...

Fire breaks Out: কলকাতা মেডিক্যাল কলেজের বিজয়গড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড! ভয়ে বাড়ি ছেড়ে রাস্তায় প্রতিবেশীরা

কলকাতায় ফের অগ্নিকাণ্ডের (Fire Breaks out) ঘটনা। যাদবপুরের বিজয়গড়ে একটি গোডাউনে রবিবার রাতে অগ্নিকাণ্ডের...

Bikash Mishra: আমি মুখ খুললে সরকার পড়ে যাবে! প্রিজন ভ্যানে ওঠার সময় বিস্ফোরক বিকাশ মিশ্র

এর আগে আরজি করের প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়কে আদালত থেকে প্রিজন ভ্যানে তোলার সময়...