Baranagar: গঙ্গায় তলিয়ে মৃত নবম শ্রেণীর ছাত্র

 

 

 
পল্লব হাজরা, বরাহনগর: শনিবার বিকেলে খেলার সময় পা ধুতে গিয়ে গঙ্গায় তলিয়ে যান বছর ১৫ সায়ন্তন মান্না। এদিন বিকেলে বন্ধুদের সাথে বরাহনগর আলামবাজার বি এস এফ ক্যাম্প গঙ্গার ঘাটে গিয়ে ছিলেন সায়ন্তন । জলে নামতেই পা পিছলে গঙ্গায় পড়ে যান যুবক। বন্ধুরা উদ্ধার করতে গেলেও শেষ রক্ষা হয়নি এমটাই দাবি পরিবারের।

ঘটনাস্থলে খবর পেয়ে আসে দক্ষিণেশ্বর থানার পুলিশ। ডুবুরি নামিয়ে যুবকের খোঁজে শুরু হয় তল্লাশি। অবশেষে রাত ৮টায় আলামবাজার বি এস এফ ক্যাম্প ঘাট থেকে দেহ উদ্ধার করে সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

যুবকের কাকা অভিষেক মান্না জানান বিকেলে বন্ধুদের সাথে গল্প করছিলেন সায়ন্তন এমন সময় পা ধুতে গিয়ে হয় বিপত্তি। পা পিছলে গঙ্গায় তলিয়ে যায় সে। বিকেল প্রায় ৪:৩০ এ ঘটনাটি ঘটলেও পরিবারের কাছে খবর পৌঁছায় বেশ কিছু সময় পর। ঘটনার কথা জানাজানি হতেই গঙ্গার ঘাটে ছুটে যান পরিবারের সকলে।
আড়িয়াদহ কালাচাঁদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিলেন সায়ন্তন। ঘটনার জেরে শোকের ছায়া নেমে আসে বরাহনগর আলামবাজার সূর্য সেন রোড বাড়ির এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে দক্ষিণেশ্বর থানার পুলিশ।