পল্লব হাজরা, বরাহনগর: উত্তর থেকে দক্ষিণ ব্যারাকপুর শিল্পাঞ্চলে সেজে উঠেছে বাড়ির পুজো থেকে বারোয়ারি পুজো মণ্ডপগুলি। সন্ধ্যে নামতে না নামতেই ভিড় উপচে পড়ছে মণ্ডপগুলিতে। উৎসবে বৃষ্টি অসুর হলেও জনজোয়ারের বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি।
খবর এইসময় পক্ষ থেকে শিল্পাঞ্চলে ৫টি পুজো মণ্ডপ সেরা পুজোর সন্মানে স্বীকৃতি পেয়েছে। যার মধ্যে অন্যতম বরাহনগর মল্লিক কলোনী দুর্গোৎসব। ৭৩তম বর্ষে তাদের ভাবনা “সৃষ্টি থেকে দৃষ্টি”। মূলত থিমের সাথে সামঞ্জস্য রেখে শিল্পী তাঁর নিপুণতার পরিচয় রেখেছেন। এখানে প্রতিমাতেও রয়েছে অভিনত্বের ছোঁয়া। দেবীর ত্রিনেত্র থেকে বেরিয়ে আসছে জ্যোতি যার মধ্যে দিয়ে তিনি দৃষ্টি রেখেছেন গোটা বিশ্বের দিকে। অর্থাৎ বরাহনগর মল্লিক কলোনি সার্বজনীন পূজামণ্ডপে ঢুকলে দর্শনার্থীরা খুব সহজেই বুঝতে পারবেন, এ পৃথিবীতে যিনি সৃষ্টি কর্তা তিনিই তাঁর দৃষ্টি দিয়ে কি ভাবে আগলে রাখেন এ ধরণীর সমস্ত কিছু।
খবর এইসময় শারদ সম্মান ২০২২ শিল্পাঞ্চলের সেরা পুজোর শিরোপায় সম্মানিত হয়ে উদ্যোক্তা রামকৃষ্ণ পাল বলেন, “আমরা খুব খুশি এবং আমরা আগামী দিনে আরও ভাল পুজো করার উৎসাহ পেলাম খবর এইসময়ের শারদসম্মান পেয়ে। ধন্যবাদ জানাই খবর এইসময়কে এই ধরনের সম্মান দিয়ে পুজো কমিটিগুলিকে উজ্জীবিত করার জন্য।”
তিনি আরও জানান, ভবিষ্যতে দর্শকদের মন জিতে নিতে অভিনব ভাবনা নিয়ে এগিয়ে আসবে মল্লিক কলোনী দুর্গোৎসব ।