নিজস্ব প্রতিনিধি,নদীয়াঃবাড়ির পোষ্য দুটি ছাগল বেঁচে জনমজুর বাবার পাঠানো টাকায়, সাইকেল কিনে নাগপুর থেকে নবদ্বীপ ফিরলেন ছেলে। সংসারের অভাব দূর করতে নাগপুরে প্যান্ডেলের কাজে যায় ২৬বছরের যুবক সন্তু সর্দার।বাড়ি নদিয়ার নবদ্বীপ পুরসভার এক নম্বর ওয়ার্ডের চন্দ্র কলোনিতে।লকডাউনে প্রায় দুমাস আগে নাগপুরে কাজে গিয়ে আটকে যান সন্তু। দুমাস সেখানকার মালিক তাকে খাওয়ার খরচ দেন।তারপর সেটিও বন্ধ হয়ে যায়। এরপর সন্তু নবদ্বীপে বাবাকে ফোন করেন।
দিনমজুর বাবা তেতুল সর্দার ছেলেকে ফেরত আনতে বাড়িতে থাকা দুটি ছাগল বিক্রি করে। ছেলের কাছে ৫ হাজার টাকা পাঠান।সেই টাকা থেকে ৪ হাজার টাকা দিয়ে নাগপুর থেকে সন্তু একটি সাইকেল কেনে। ২১ দিন আগে সেই সাইকেল চালিয়ে নাগপুর থেকে রওনা দেয় সন্তু।আজ সন্ধ্যায় সে পৌঁছায় নবদ্বীপে। তবে তার সঙ্গী ছিল পূর্ব বর্ধমানের পাটুলির সাত যুবক। এরপর নবদ্বীপ হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে পাঠানো হয় নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়ের কোয়ারেন্টাইন সেন্টারে।