নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: বীরভূম জেলার রামপুরহাটের বগটুই কাণ্ডের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর বোমা উদ্ধার হওয়া শুরু হয়েছে। ভাটপাড়া এলাকা থেকেও মাঝে মধ্যে যেমন বিস্ফোরণের খবর মেলে তেমনই বিস্ফোরকও উদ্ধার হয়। এবার বিপুল পরিমাণ বোমা তৈরির মশলা উদ্ধার হল কেউটিয়া অঞ্চল থেকে। যা চিন্তায় ফেলেছে রাজ্য প্রশাসনকে। ঘটনাস্থলে পৌঁছেছেন এসটিএফের কর্তারা।
সুত্রের খবর, বিস্ফোরক তৈরির ১০০ কেজি মশলা উদ্ধার করেছে রাজ্য এসটিএফ। বুধবার রাতে বারাকপুর কমিশনারেটের বাসুদেবপুর থানার অন্তর্গত কেউটিয়া এলাকায় অভিযান চালিয়ে বিস্ফোরক তৈরির জন্য ব্যবহৃত ৫০ কেজি পটাশিয়াম নাইট্রেট ও ৫০ কেজি আর্সেনিক সালফেট উদ্ধার হয়েছে। হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে।
ধৃতরা হলেন, কাঁকিনাড়া সুকান্তপল্লীর বাসিন্দা বছর চল্লিশের নরেশ চৌধুরী ও উমেশকুমার রায়(৬২) এবং জগদ্দলের কেউটিয়া বাজার পাড়ার বাসিন্দা বছর আঠাশের শংকর পাল। কোথা থেকে এল এত মশলা, কোন উদ্দেশে এত বিস্ফোরক তৈরি করা হচ্ছিল, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা চালাচ্ছে এসটিএফ। এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তাও জানার চেষ্টা চালাচ্ছে তদন্তকারীরা।