নিজস্ব সংবাদদাতা, ব্যারাকপুর: দীর্ঘদিন বন্ধ থাকার পর শতবর্ষে সর্বসাধারণের জন্য খুলল ইছাপুর রাইফেল ক্লাব।
স্কুল পড়ুয়া থেকে বৃদ্ধ যে কেউ এখন চাইলেই ১০ ও ৫০ মিটার রাইফেল শ্যুটিং হাত পাকাতে এখন সদস্য হতে পারবেন এই শতাব্দী প্রাচীন ক্লাবের। নিয়মিত তালিম নিতে পারবেন অলিম্পিক-এ পদক জয়ী শ্যুটারদের কাছ থেকে। রবিবার ইছাপুর রাইফেল ফ্যাক্টরির ভিতরে এই ক্লাবে স্কুল পড়ুয়াদের রাইফেল শ্যুটিং-এর প্রশিক্ষণের ফাঁকে ছিল রাইফেলের নানা খুঁটিনাটি নিয়ে বর্ণনা।
ক্লাবের শতবর্ষ উদযাপনে উপস্থিত ছিলেন অলিম্পিকে স্বর্ণপদক জয়ী ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার মুখ্য প্রশিক্ষক জয়দীপ কর্মকার, ইছাপুর রাইফেল ফ্যাক্টরির এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফুল্লকুমার বেহেরা সহ অন্যান্য আধিকারিকরা।
ফ্যাক্টরি এক্সিকিউটিভ ডিরেক্টর বলেন ‘‘রাইফেলের পাশাপাশি তীরন্দাজি ও নৌকা বাইচের প্রশিক্ষণও শুরু হবে কিছুদিনের মধ্যে।’’ জয়দীপ বলেন, ‘‘আমার কেরিয়ার শুরু হয়েছিল এই রাইফেল ক্লাব থেকে। আজ এখানে এত উৎসাহী মানুষ এসেছেন দেখে ভাল লাগছে। সময় পেলেই আমি এসে প্রশিক্ষণ দেব।’’ প্রায় দু’শো পড়ুয়া এদিন প্রশিক্ষণ নেয় রাইফেল চালানোর।