National Desk: ইতিহাস গড়ল ভারত ! উৎক্ষেপন হল দেশের প্রথম বেসরকারি রকেট বিক্রম-এস। আজ সকালে ইসরো’র শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে সাউন্ডিং রকেট কমপ্লেক্স থেকে তিনটি পেলোড নিয়ে উড়ে গেল বিক্রম-এস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং। তিনি বলেন ইসরোর তত্ত্বাবধানে স্টার্ট-আপ সংস্থা স্কাইরুট অ্যারোস্পেস দ্বারা তৈরি করা প্রথম বেসরকারি রকেট বিক্রম-এস উৎক্ষেপণ করে ইতিহাস তৈরি করল ভারত।
A historic moment for India as the rocket Vikram-S, developed by Skyroot Aerospace, took off from Sriharikota today! It is an important milestone in the journey of India’s private space industry. Congrats to @isro & @INSPACeIND for enabling this feat. pic.twitter.com/IqQ8D5Ydh4
— Narendra Modi (@narendramodi) November 18, 2022
স্কাইরুট এরোস্পেস সংস্থা (Skyroot Aerospace) ভারতীয় মহাকাশ কর্মসূচির প্রতিষ্ঠাতা ডক্টর বিক্রম সারাভাইয়ের নামানুসারে তিন ধরনের বিক্রম রকেট তৈরি করছে। যেখানে বিক্রম-১ লো আর্থ অরবিটে ৪৮০ কিলোগ্রাম পেলোড বহন করতে পারে, বিক্রম-২ ৫৯৫ কিলোগ্রাম কার্গো নিয়ে উঠতে সজ্জিত এবং বিক্রম-৩ একটি ৮১৫ কিলোগ্রামের সামগ্রী ৫০০ কিলোমিটার নিম্ন প্রবণতা কক্ষপথে ( Low Inclination Orbit) উৎক্ষেপণ করতে সক্ষম। প্ররাম্ভ নামে অভিহিত এই মিশনটির লক্ষ্য ছিল প্রযুক্তি প্রদর্শন করা এবং মহাকাশে ভারী পেলোড বহন করার ক্ষেত্রে এর নির্ভরযোগ্যতা এবং কার্যকারিতা পরীক্ষা করা। পৃথিবীর পৃষ্ঠ থেকে ১২০ কিলোমিটার উচ্চতায় তিনটি গ্রাহক পেলোড সহ বিক্রম-এস মিশনটিকে চালু করা হবে বলে জানা গেছে।