খবর এইসময়, ন্যাশানাল ডেস্ক : গালওয়ানের স্মৃতি এখনও টাটকা! আর এর মধ্যেই ফের চিনা (China) সেনার মুখোমুখি ভারতীয় সেনা (Indian Army)। চলতি মাসের ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) তাওয়াং সেক্টরে (Tawang) ভারতীয় সেনা এবং চিনা পিপলস আর্মির মুখোমুখি সংঘর্ষ হয় বলে খবর মেলে। যার জেরে দুই দেশেরই বেশ কয়েকজন সেনা কর্মী আহত হন। ৯ ডিসেম্বর চিনা সেনা এবং ভারতীয় সেনার মুখোমুখি সংঘর্ষের পরপরই সেখান থেকে দুই দেশের বাহিনী সরে যায়। ফলে সংঘর্ষ আর বেশি দূর এগোয়নি। সূত্রের তরফে মিলছে এমন খবর।
https://twitter.com/ANI/status/1602300612074688514?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1602300612074688514%7Ctwgr%5E67c049e2f905e2f1e9f971c8097fd8444dc5370d%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fbangla.latestly.com%2Findia%2Farunachal-pradesh-pla-troops-clash-with-indian-army-in-december-injures-both-sides-army-160100.html
সূত্রের খবর, ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে চিনা লিবারেশন আর্মির প্রায় ৩০০ সেনা হাজির হয়। বিপুল সংখ্যক চিনা সেনা তাওয়াং সেক্টরে হাজির হওয়ায়, ভারতীয় বাহিনীও পালটা জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। ফলে দুই দেশের সেনা বাহিনীর মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়তে শুরু করে।
প্রসঙ্গত এর আগে ২০২০ সালে ১৫ জুন গালওয়ানেও ঠিক একইভাবে চিনা সেনার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারতীয় বাহিনী। গালওয়ানে সংঘর্ষের জেরেও ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়। যার জেরে ভারত, চিন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পারদ চড়তে শুরু করে।