২০২১ সালের সেপ্টেম্বর থেকে কোলন ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে পেলেকে
আপাতত আর কোনও উদ্বেগ নেই ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের শারীরিক অবস্থা নিয়ে । তাঁর শারীরিক অবস্থার ক্রমশঃ উন্নতি হচ্ছে। তবে এখনই হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না ফুটবলসম্রাটকে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, আরও কিছুদিন পেলেকে পর্যবেক্ষণে রাখা হবে। পেলের এখন ৮২ বছর বয়স। ফলে তাঁর শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কা সবসময়ই রয়েছে।
২০২১ সালের সেপ্টেম্বর থেকে কোলন ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে পেলেকে। বিশ্বকাপের মাঝেই তিনি ফের অসুস্থ হয়ে পড়েছেন। ২৯ নভেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা সেই সময় জানান, পেলের শরীরে কেমোথেরাপি আর কাজ করছে না। তাঁর হৃদযন্ত্রেও সমস্যা রয়েছে বলে জানা গিয়েছে। ফলে পেলের শারীরিক অবস্থা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়। তবে সেই উদ্বেগের আপাতত কোনও কারণ নেই। পেলেকে যে অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেই তুলনায় তিনি এখন অনেক ভাল আছেন।