খবর এইসময় ডেস্ক: বর্ষীয়ান বিজেপি নেতা তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী (Keshari Nath Tripathi) রবিবার ভোর ৫টা নাগাদ ৮৮ বছর বয়সে প্রয়াগরাজের নিজস্ব বাড়িতেই প্রয়াত হয়েছেন। প্রায় এক মাস তিনি গভীর অসুস্থতায় ভুগছিলেন। গত ডিসেম্বরের ৮ তারিখ বাথরুমে পড়ে গিয়ে হাত ভাঙেন। খেতে না পারা এবং প্রস্রাবের পরিমাণ হ্রাস সহ দুর্বলতা ও আনুষঙ্গিক জটিলতার চিকিৎসার জন্য গত ডিসেম্বরের ৩০ তারিখ তাঁকে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। সপ্তাহখানেক চিকিৎসার পর তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়।
এলাহাবাদ হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট ত্রিপাঠী উত্তরপ্রদেশের ছয় বারের বিধায়ক ( এলাহাবাদ দক্ষিণের পরপর পাঁচবার) ও তিনবারের স্পিকার ছিলেন। 14 জুলাই 2014 থেকে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব সামলেছিলেন। এছাড়াও বিহারের দু’বারের রাজ্যপাল মেঘালয় এবং মিজোরামের রাজ্যপাল হিসাবে অতিরিক্ত দায়িত্বভার সামলেছিলেন।
কেশরীনাথ ত্রিপাঠীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করে নিজের টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল শ্রী কেশরী নাথ ত্রিপাঠী জির মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। একজন মহান ব্যক্তিত্ব, আমাদের দেশের জন্য তাঁর অবদান আমাদের সকলের মনে গেঁথে থাকবে। তার আত্মার শান্তি কামনা করি।
I extend my deepest condolences on the passing of Shri Keshari Nath Tripathi ji, former Governor of West Bengal.
A man of great substance, his contributions to our country will remain etched in all our minds.
I pray his soul rests in peace.
— Mamata Banerjee (@MamataOfficial) January 8, 2023
এছাড়াও লিখিতভাবে এক শোকবার্তায় তিনি লেখেন –
পশ্চিমবঙ্গ সরকার
তথ্য ও সংস্কৃতি বিভাগ
নবান্ন
৩২৫, শরৎ চ্যাটার্জি রোড
হাওড়া- ৭১১১০২
স্মারক সংখ্যা: ৬/আইসিএ/এনবি
তারিখ: ৮/১/২০২৩
মুখ্যমন্ত্রীর শোকবার্তা
পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ সকালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৮ বছর।
কেশরীনাথ ত্রিপাঠী ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত আমাদের রাজ্যের রাজ্যপাল ছিলেন। এছাড়া তিনি বিহার, মিজোরাম ও মেঘালয়ের রাজ্যপালের দায়িত্ব পালন করেন। শ্রীত্রিপাঠী উত্তরপ্রদেশ বিধানসভার স্পিকার ও ওই রাজ্যের মন্ত্রী ছিলেন।
সুপণ্ডিত কেশরীনাথ ত্রিপাঠী বহু গ্রন্থ রচনা করেন।
আমাদের রাজ্যে তাঁর সময়কালের স্মৃতি রাজ্যবাসীর হৃদয়ে অমলিন থাকবে। আমার সঙ্গে তাঁর বিশেষ আন্তরিক ও হৃদ্য সম্পর্ক ছিল। তাঁর প্রয়াণে রাজনৈতিক জগতের এক অপূরণীয় ক্ষতি হল।
আমি কেশরীনাথ ত্রিপাঠীর পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
মমতা বন্দ্যোপাধ্যায়