খবর এইসময়,ওয়েব ডেস্ক: পাহাড় থেকে অবিরত নেমে আসছে পাথর (Stones)। পাহাড় থেকে পাথরবৃষ্টি যেন কোনও কিছুতেই থামছে না। দেখে মনে হচ্ছে পাহাড় থেকে ছিটকে আসছে গুলি! যার জেরে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে থামিয়ে দেওয়া হল যান চলাচল। বেশ কয়েক ঘণ্টার জন্য এনএইচ-৪৪ এ গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
জানা গিয়েছে, রামবানের পান্থিয়াল এলাকায় পাথরবৃষ্টির পর শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে ।
ক্রমাগত পাথর বৃষ্টি পান্থিয়ালের লোহার টানেলটিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। ক্লিয়ারেন্সের কাজ শেষ না হওয়া পর্যন্ত ট্র্যাফিক চলবে না,” বলেছেন এসএসপি রামবান, মোহিতা শর্মা, যিনি এসএসপি ট্রাফিকও।
রামবানের সেই পাথর বৃষ্টির ভিডিয়ো দেখে চমকে উঠতে শুরু করেন পাহাড় প্রেমী থেকে শুরু করে দেশবাসী। দেখুন সেই ভিডিও …..