Wednesday, October 30, 2024
Homeরাজ্যের খবরMamata Banerjee: যোশীমঠের মত অবস্থা হতে পারে রানিগঞ্জেরও, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee: যোশীমঠের মত অবস্থা হতে পারে রানিগঞ্জেরও, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

Published on

 

 

খবর এইসময়,ওয়েব ডেস্ক:  পশ্চিম বর্ধমানের রানিগঞ্জও আগামীর জোশীমঠ হতে পারে। মেঘালয় উড়ে যাওয়ার আগে এই আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জেরে ক্ষতির সম্মুখীন হবেন প্রায় ২০ থেকে ৩০ হাজার মানুষ। কোলিয়ারির ফাটলের জেরে রানিগঞ্জ এলাকার আসন্ন বিপদ নিয়েও কার্যত চুপ কেন্দ্র, এমনটাই অভিযোগ মুখ্যমন্ত্রীর।

মঙ্গলবার দমদমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরাসরি কেন্দ্র কোল ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ তোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কেন্দ্রের তরফে কয়লা খনিগুলির দিকে নজর থাকলেও এলাকার সামগ্রিক পরিস্থিতি নিয়ে কোনও খোঁজ নেই। রানিগঞ্জে প্রায়ই ধস নামলেও কোনও হুঁশ নেই কেন্দ্রের, অভিযোগ মুখ্যমন্ত্রীর। তিনি আরও জানান, রানীগঞ্জের অবস্থা ভয়ংকর। দশ বছর ধরে আমরা কেন্দ্রের সাথে লড়াই করছি ।  এই ব্যাপারে বহুবার কেন্দ্রকে চিঠি দেওয়া হলেও লাভ হয়নি। অবিলম্বে পরিত্যক্ত খনিগুলিকে বন্ধের পাশাপাশি এবং ধসকবলিত এলাকার বাসিন্দাদের পুনর্বাসন দেওয়ার পক্ষে সওয়াল করেন মুখ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, যোশীমঠের বর্তমানে পরিস্থিতি রোধ করতে কেন্দ্রীয় সরকার আগে থেকে কেন কোনও পদক্ষেপ করেনি। যোশীমঠের যে পরিস্থিতি, তা রানিগঞ্জের ক্ষেত্রেও হতে পারে। কয়লা সমৃদ্ধ রানিগঞ্জকে যাতে যোশীমঠের মত অবস্থায় না পড়তে হয়, তার জন্য কেন্দ্রের সঙ্গে আলোচনা চলছে। রানিগঞ্জের মানুষকে যাতে যোশীমঠের মত পরিস্থিতিতে না পড়তে হয়, তার জন্য কেন্দ্রের সহায়তা প্রয়োজন। কেন্দ্র যাতে এ বিষয়ে আর্থিক সহায়তা করে, সে বিষয়ে ফান্ডের দাবি করা হচ্ছে। তবে রাজ্য নিজেদের সাধ্যমতো টাকা দিয়ে এলাকার উন্নয়নের চেষ্টা করছে বলে জানান মমতা বন্দ্য়োপাধ্যায়।

 

 

প্রসঙ্গত, যোশীমঠ নিয়ে তোলপাড় শুরু হয়েছে দেশ জুড়ে। প্রায় ৭০০-র বেশি বাড়িতে যোশীমঠে ফাটল দেখা দিয়েছে। যোশীমঠ যেভাবে ডুবতে শুরু করেছে, তার জেরে দেবভূমি কার্যত বিপন্ন। যোশীমঠের পাশাপাশি কর্ণপ্রয়াগের একাধিক বাড়িতেও দেখা দিয়েছে ফাটল।

Latest articles

Kali Puja: সূর্যের আলো দেখেন না! দিনে প্রতিমা তৈরি করেই রাতে বিসর্জন হয় এই কালী পুজোয়

পুজো (Kali Puja) মানে আচার অনুষ্ঠান। পুজো মানেই একেক জায়গার একেক রকম নীতি। কিছু...

Kali Puja: শোল পোড়া মাছ না হলে সন্তুষ্ট নন! মা কালীর পুজো ইতিহাস আপনাকে চমকে দেবে

এক একটা পুজোর (Kali Puja) সঙ্গে এক একটা গল্পকথা, এক এক ধরনের নিয়ম জুড়ে...

Fire Breaks Out: মধ্যমগ্রামে রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যুর আশঙ্কা

কয়েক বছর আগে মধ্যমগ্রামের গেঞ্জি কারখানায় অগ্নিকাণ্ডের (Fire Breaks Out) ঘটনা মনে পড়লে এখনও...

Junior Doctors Protest: চাপ বাড়ছে সিবিআইয়ের ওপর! সাত দফা প্রশ্ন নিয়ে সিজিও কমপ্লেক্স অভিযান জুনিয়র চিকিৎসকদের

সিবিআই আরজি করের (Junior Doctors Protest) তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার ইতিমধ্যে শিয়ালদহ...

More like this

Kali Puja: সূর্যের আলো দেখেন না! দিনে প্রতিমা তৈরি করেই রাতে বিসর্জন হয় এই কালী পুজোয়

পুজো (Kali Puja) মানে আচার অনুষ্ঠান। পুজো মানেই একেক জায়গার একেক রকম নীতি। কিছু...

Kali Puja: শোল পোড়া মাছ না হলে সন্তুষ্ট নন! মা কালীর পুজো ইতিহাস আপনাকে চমকে দেবে

এক একটা পুজোর (Kali Puja) সঙ্গে এক একটা গল্পকথা, এক এক ধরনের নিয়ম জুড়ে...

Fire Breaks Out: মধ্যমগ্রামে রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যুর আশঙ্কা

কয়েক বছর আগে মধ্যমগ্রামের গেঞ্জি কারখানায় অগ্নিকাণ্ডের (Fire Breaks Out) ঘটনা মনে পড়লে এখনও...