খবরএইসময়, ওয়েব ডেস্কঃ মাধ্যমিকের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রে ‘আজাদ কাশ্মীরে’র উল্লেখ বিতর্কে এবার কড়া অবস্থান পর্ষদের। যে সমস্ত স্কুলের প্রশ্নপত্রে ‘আজাদ কাশ্মীরে’ শব্দবন্ধের উল্লেখ রয়েছে, এবার সেই সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ দিল পর্ষদ।মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর, এই বিতর্কে জড়িত শিক্ষক-শিক্ষিকার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হচ্ছে। তাদের সকলকেই সতর্কতামূলক চিঠি দিয়েছে পর্ষদ।
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন- পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ একটি সংশোধনী জারি করেছে। আমরা ৫ টি স্কুলে প্রশ্নপত্রে সমস্যা এবং সতর্কতার চিঠি পেয়েছি। প্রশ্নপত্র তৈরি করা ৬ জন শিক্ষক ও বেসরকারি বই প্রকাশককেও সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে যাতে এরকম কোন ঘটনা না ঘটে সে ব্যাপারে পর্ষদ নজর রাখবে।
মাধ্যমিকের টেস্ট পেপারে ইতিহাসের প্রশ্নপত্রে ‘আজাদ কাশ্মীর’-এর উল্লেখ ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা রাজ্যে। বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। তিনি বলেন, “এটা হওয়া উচিত নয়।এই প্রশ্নপত্র যিনি বা যারা তৈরি করেছেন তারা দেশবিরোধী এবং সন্ত্রাসবাদে ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করছেন। অবিলম্বে রাজ্যের শিক্ষা মন্ত্রীকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং এই টেস্ট পেপার প্রকাশনা সংস্থাকে অবিলম্বে বন্ধ করা উচিত।”
রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আশ্বাস দিয়েছেন যে দোষীদের বিরুদ্ধে “কঠোর ব্যবস্থা” নেওয়া হবে।
বিজেপি সাংসদ এবং দলের জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “মমতা সরকার বিচ্ছিন্নতাবাদীদের সমর্থক। পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে আজাদ কাশ্মীর হিসেবে চিহ্নিত করতে বলা হয়েছে। এই রাজ্য সরকার শুধু জঙ্গিদেরই মদত দিচ্ছে না, তরুণ ছাত্রদের মধ্যে ভারতবিরোধী মানসিকতা তৈরি করারও চেষ্টা করছে।”
কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেছেন যে “এই ধরনের প্রশ্ন এড়ানো উচিত”।
টিএমসির মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, “নিন্দা করা, বিরোধিতা করা বা লোকেদের পরিস্থিতি বোঝানোর জন্য লেখা হয়েছে কিনা তা না দেখে মন্তব্য করা সম্ভব নয়। কিন্তু আমরা এমন কিছু মানি না।”
একনজরে কাশ্মীর…
জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। রাষ্ট্রপুঞ্জের অধিবেশন হোক বা কূটনৈতিক শীর্ষবৈঠক, অখণ্ড জন্মু ও কাশ্মীর যে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ সে ব্যাপারে স্পষ্ট ও অনড় অবস্থান নিয়েছে নয়াদিল্লি। আন্তর্জাতিক স্তরে অখণ্ড কাশ্মীরের দাবি ও পাকিস্তানের বেআইনি দখলদারির বিরুদ্ধে বার বার সুর চড়িয়েছে ভারত। এমনকি ইসলামাবাদকে দ্রুত বেআইনি দখলদারি ছেড়ে দিতে কড়া বার্তাও দেওয়া হয়েছে। অল্প কথায় এটি এমন এক আন্তর্জাতিক সমস্যা যার এখনও সমাধান হয়নি। তার মধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের প্রশ্নে তুমুল আলোড়ন।