ন্যাশনাল ডেস্ক: বৃহস্পতিবার এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে রইল কেরালার কান্নুরের মানুষজন। চলন্ত গাড়িতে আচমকা আগুন লেগে গর্ভবতী মহিলা এবং তাঁর স্বামীর মৃত্যু দেখল সাতসকালে। ২৬ বছরের রিশার প্রসব যন্ত্রণা ওঠায় তাঁকে নিয়ে নিজেই গাড়ি চালিয়ে কেরালার কুন্নুর জেলা হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন স্বামী প্রিজিত ( ৩৫ )। যাওয়ার পথেই চলন্ত গাড়িতে আচমকা আগুন লেগে যায় এবং স্বামী ও স্ত্রী উভয়েরই মৃত্যু হয়।
জানা গিয়েছে, তিন বছরের এক শিশু সহ গাড়ির পিছনের সিটে ছিলেন আরও চার জন। গাড়িতে আগুন লেগে যাওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা কোনরকমে গাড়ি থেকে লাফিয়ে নেমে পড়েন। কিন্তু স্বামী স্ত্রী সিটবেল্ট খুলে নামার আগেই আগুন দাউদাউ করে জলে ওঠে। নিমেষে সব শেষ। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে এবং প্রজিত ও রীশাকে বের করে আনলেও তারা আগেই মারা যায়।
শর্ট সার্কিট হয়ে গাড়িতে আগুন লেগেছে বলেই আশঙ্কা করছেন পুলিশ। তবে পুলিশ এও জানিয়েছে, মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। গর্ভবতী স্ত্রীকে নিয়ে এদিন চেক আপের জন্যে কুন্নুর হাসপাতালে যাচ্ছিলেন স্বামী এবং তাঁর পরিবার। হাসপাতাল যাওয়ার পথেই আচমকা তাঁদের গাড়িতে আগুন লাগে। পিছনের সিটে থাকা সদস্যরা গাড়ির দরজা খুলে বেরিয়ে আসতে সক্ষম হন। কিন্তু সামনের সিটে সিটবেল্ট পরে বসে থাকা স্বামী স্ত্রী গাড়িতেই আটকে থেকে আগুনে পুড়ে মারা যান।