খবরএইসময় ডেস্কঃ ডোপ পরীক্ষায় ব্যর্থ ২০১৬ সালের রিও অলিম্পিকে চতুর্থ স্থান অর্জনকারী ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকার। গত গত শুক্রবার ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি(ITA) দীপাকে ২১ মাসের জন্য নির্বাসিত ঘোষণা করে। যদিও ২০২১ সালের ১১ অক্টোবর ভারতীয় জিমন্যাস্ট এর নমুনা সংগ্রহ করা হয়। অবশেষে সেই নমুনার নিরেখে নির্বাসিত করা হল দীপা কর্মকারকে। চলতি বছরে ১০জুলাই ২০২৩ পর্যন্ত কোন খেলায় অংশগ্রহণ করতে পারবেন না দীপা।
আই টি এর পক্ষ থেকে জানানো হয়েছে দীপার শরীরে হাইজিনামিন নামক একটি নিষিদ্ধ উদ্দীপক পদার্থ পাওয়ায় এই সিদ্ধান্ত। উদ্দীপক এই পদার্থের প্রভাবে ফুসফুসে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পায়।
হাইজিনামিন যা বিটা-২ এর অন্তর্ভুক্ত। ২০১৭ সালে হাইজিনামিন নিষিদ্ধ পদার্থের তালিকায় যুক্ত করা হয়।
পরীক্ষার ফলের কথা জেনে দুই পাতার টুইট করেন দীপা কর্মকার। তিনি লেখেন কি ভাবে নমুনায় এ ধরনের নিষিদ্ধ পদার্থ পাওয়া গেল তা নিয়ে নিজেই তাজ্জব।
২০২৪ সালের প্যারিসে অলিম্পিক খেলার আগে নির্বাসনের শাস্তি উঠে যাওয়ায় কিছুটা স্বস্তি ক্রিড়াপ্রেমী মানুষ।