International Desk: এ যেন মরার উপর খাঁড়ার ঘা! চলতি মাসে একাধিকবার ভূমিকম্পে তছনছ হয়েছে তুরস্ক। ভূ-কম্প বিধ্বস্ত দেশটিকে ঢেকেছে আর্তনাদ কান্নার শব্দে ।তারই রেশ কাটতে না কাটতে ফের আর একবার কেঁপে উঠল এই তুরস্ক।
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে ভূপৃষ্ঠের ২কিমি গভীরে ভূমিকম্পের উৎস্থল তা নিশ্চিত করেছে ইউরোপিয়ান মেডিটারেনিয়ন সিসমোলজিকাল সেন্টার (European Mediterranean Seismological Centre)। ক্ষয়ক্ষতি পরিমাণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা এলাকা ছাড়তে শুরু করেছে।
A magnitude 6.3 earthquake at a depth of two km (1.2 miles) struck the Turkey-Syria border region, the European Mediterranean Seismological Centre (EMSC) said: Reuters
— ANI (@ANI) February 20, 2023
১৫দিন আগে লণ্ডভণ্ড হয়ে যাওয়া শহরের স্মৃতি ফের উস্কে দিল এই প্রাকৃতিক দুর্যোগ। চলতি মাসে কম্পনের উৎসস্থল ছিল গাজিয়ানতেপ প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে ২৬ কিলোমিটার পূর্বে ভূগর্ভের প্রায় ১৮ কিলোমিটার গভীরে।
View this post on Instagram
ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী একাধিকবার কেঁপে ওঠে ওই অঞ্চল। প্রথম কম্পনের রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.৮। সময় কাটাতে না কাটতে ফের কম্পন অনুভূত হয় যার তীব্রতা ছিল রিখটার স্কেলে ৬.৭। যার জেরে মৃত্যু হয় ৪৫হাজারেরও বেশি মানুষের। পাল্লা দিয়ে বাড়তে থাকে আহতের সংখ্যা। নতুন করে ভূমিকম্প ফের একবার ক্ষতির সম্মুখীন এই দেশ। মানুষের মনে সৃষ্টি করছে আতঙ্ক।