পল্লব হাজরা, বরাহনগর: মঙ্গলবার কাকভোরে আয়করের হানা বরাহনগর এ/২৯ লেকভিউ পার্ক অঞ্চলে। বাড়িটি ঘিরে নেয় আধাসেনা। প্রায় ১২ ঘন্টা, ছয় সদস্যের দল নিয়ে চলে তল্লাশি অভিযান। লেকভিউ পার্ক অঞ্চলে ছায়াকুঞ্জ বাড়িতে স্ত্রী, পুত্র, পুত্রবধূ নিয়ে বাস করতেন রত্নেশ্বর শ্রীবাস্তব। বর্তমানে একটি বেসরকারি সংস্থায় কর্মরত তাঁর পুত্র । বছর কয়েক আগে বাড়িটা কেনেন রত্নেশ্বর শ্রীবাস্তব।
স্থানীয় সূত্রে খবর অনুযায়ী প্ৰথমে তিনি ব্যবসায়ী থাকলেও পরবর্তী সময়ে আয়করের ট্যাক্সের নথি তৈরি করতেন। ২ বছর আগে মৃত্যু হয় রত্নেশ্বর বাবুর।
স্থানীয় বাসিন্দা সুভাষচন্দ্র দে জানান রত্নেশ্বর বাবু বেঁচে থাকাকালীন আয়কর বিভাগ তল্লাশি অভিযান চালিয়ে ছিল। পরবর্তী সময়ে আরও একবার চলে আয়করের তল্লাশি। তবে কি কারণে ছায়াকুঞ্জে আয়করের হানা তা জানা নেই স্থানীয়দের।
মঙ্গলবার সকালে তল্লাশি অভিযানের পর বিকেল ৫:৩০ এ তল্লাশি অভিযান শেষ হয়। তবে ঠিক কি কারণে এই অভিযান এই নিয়ে প্রশ্ন করলে কোনো মন্তব্য করেননি আধিকারিকরা। ঘটনাকে কেন্দ্র করে কৌতূহলী মানুষের ভিড় দেখা যায় ছায়াকুঞ্জের সামনে।