পল্লব হাজরা, কলকাতা: ভোরের আলো তখনো ফোটেনি। আচমকাই কালো ধোঁয়ায় আকাশ ঢাকে টলিপাড়ায়। বরিবার ভোর ৫টায় ভয়াবহ অগ্নিশিখা স্থানীয়দের চোখে পড়ায় খবর দেওয়া হয় দমকল ও রিজেন্ট পার্ক থানায় ।
ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন এসে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে। দমকলের সাথে হাত লাগায় স্থানীয়রা। স্টুডিওর ভিতর একাধিক সেট ও দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুনের উৎসে পৌঁছে আগুন নেভানোর কাজ চালাচ্ছে দমকল কর্মীরা। তবে ঠিক কি কারণে এই আগুন তা এখনও স্পষ্ট না ।
আগুনের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে স্টুডিওর একাংশ। স্টুডিওর আশেপাশে ঘনবসতি থাকায় স্থানীয় মানুষদের মধ্যে ছড়িয়েছে তীব্র আতঙ্ক। ঠিক কি কারণে এই আগুন তা পরবর্তী সময়ে ক্ষতিয়ে দেখবে দমকল ও রিজেন্ট পার্ক থানার পুলিশ।