খবর এইসময় ডেস্ক : গত জুলাই মাসে রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম বঙ্গে পা রাখতে চলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়ে কলকাতা পা রাখছেন দেশের ১৫তম রাষ্ট্রপতি।
সোমবার ২৭শে মার্চ কলকাতা বিমান বন্দর থেকে তাঁর যাওয়ার সম্ভাবনা জোড়াসাঁকো , সায়েনন্সিটি সহ নেতাজি ভবনে। নবান্ন সূত্রে খবর ওই দিন বিকেলে রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়ার হবে বলে ঠিক হয়েছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , রাজ্যপাল সি ভি আনন্দ বোস সহ বিশিষ্ট জনেরা। মঙ্গলবার ২৮শে মার্চ শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে ৷ বিশ্বভারতী যাওয়ার আগে তাঁর বেলুড় মঠ দর্শনে যাওয়ার কথা । মঙ্গলবার দিল্লির উদ্দেশ্যে বিমানে উড়ে যাবেন রাষ্ট্রপতি।
রাজ্যে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সংবর্ধনা দেওয়া ঘটনাটি নিয়ে রীতিমতো চর্চার শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রসঙ্গত সাম্প্রতিক তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী রাষ্ট্রপতি সম্পর্কিত আপত্তিকর মন্তব্য করায় শুরু হয় তুমুল বিতর্ক। যার জেরে ক্ষমাও চেতে হয় মন্ত্রীকে। সোমবার রাজ্যে সরকারের পক্ষ থেকে সংবর্ধনা অনেকটা ঠিক ক্ষতস্থানে মলম দেওয়া বলে মনে করছেন অনেকে।
বঙ্গে রাষ্ট্রপতি আসাকে কেন্দ্র করে আটোসাট করা হয়েছে নিরাপত্তায় ব্যবস্থা। বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি।