Homeজেলার খবরRam Navami Clashes in Howrah: হাওড়ার সন্ধ্যা বাজারে রামনবমীর ঘটনায় গ্রেফতার ৩৬...

Ram Navami Clashes in Howrah: হাওড়ার সন্ধ্যা বাজারে রামনবমীর ঘটনায় গ্রেফতার ৩৬ জন

Published on

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বৃহস্পতিবার রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়ার সন্ধ্যা বাজার এলাকাতে যে অশান্তির পরিবেশ তৈরী হয়েছিল, সেই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৩৬ জনকে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়ার ঘটনায় এই পর্যন্ত ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে।শিবপুর, হাওড়া, বি গার্ডেন সহ শহরের বিভিন্ন থানা থেকে গ্রেফতার কড়া হয়। ভাঙচুর, অগ্নিসংযোগ, সরকারি কর্মীদের বাধা দেওয়া সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে ধৃতদের বিরুদ্ধে। তাঁদেরকে আজকে হাওড়া আদালতে বিচারকের সামনে পেশ করা হয়।

বৃহস্পতিবারের ঘটনার পর আজ সকাল থেকেই  শিবপুর এলাকায় চলছে পুলিশের টহলদারি।  বেশিরভাগ দোকান পাট বন্ধ। কোনো জায়গায় জমায়েত করতে দিচ্ছে না পুলিশ I পরিস্থিতি একেবারে থমথম। তবে সন্ধ্যা বাজার এলাকায় উত্তেজিত জনতা এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ।

এই ঘটনায় বিজেপির কর্মীদের গ্রেফতার করছে বলেই অভিযোগ বিজেপির পক্ষ থেকে। প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না পুলিশ ও প্রশাসন এমনটাই দাবি বিজেপির পক্ষ থেকে।

উল্লেখ্য, গত বছরের রামনবমীর ঘটনার পুনরাবৃত্তি ঘটে এই বছরেও। বৃহস্পতিবার সন্ধ্যাতে হাওড়ার সন্ধ্যা বাজার কাছে অঞ্জনী পুত্র সেনার রামনবমীর মিছিলে ফের বোমাবাজির অভিযোগ ওঠে। আরও অভিযোগ সন্ধ্যাবাজারের কাছে মিছিল পৌঁছলে মিছিলের উপরে বিয়ারের বোতল ও কাঁচের বোতল ছোঁড়া হয়। ঘটনাতে ১০-১৫ জন কর্মী আহত হয়েছে বলেই সূত্রের খবর। আর এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা  নেয় গোটা এলাকা। রামনবমীর শোভাযাত্রা ছিন্ন ভিন্ন হয়ে যায়। বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে অঞ্জনী পুত্র সেনারা। তাঁদের উপরে পুলিশ লাঠি চার্জ করে ও কাঁদানে গ্যাসের সেল ফাটায় বলেও অভিযোগ করে মিছিলের সংগঠকরা। তাঁদের অভিযোগ যারা শান্তিপূর্ণ মিছিলের উপরে হামলা চালালো তাঁদের উপরে পুলিশ ব্যবস্থা নেয় নি। গত বছরের মতো এই বছরেও হাওড়ার শিবপুরে আবার রামনবমী শোভাযাত্রার উপর আক্রমণ করার ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।

গত বছরেও অঞ্জনী পুত্র সেনা ও বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে এই সন্ধ্যা বাজার এলাকা থেকেই ইঁট ও  কাঁচের বোতল ছোড়ার ঘটনা ঘটেছিলো। যা নিয়ে পরবর্তীকালে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে। এবারের ঘটনা ফের রাজ্য রাজনীতিকে তোলপাড় করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Latest News

Maharashtra Election: “এই জয়ের পিছনে ‘আদানি নেশন’-এর ভয়ঙ্কর ষড়যন্ত্র, মহারাষ্ট্রের পরাজয়ের পর ক্ষোভ উগরে দিল শিবসেনা

মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ফলাফল (Maharashtra Election) জানা গেছে গতকাল। বিজেপি নেতৃত্বাধীন মহায়ুতি জোট এই...

Maharashtra Election: সোশ্যাল মিডিয়ায় ৫ মিলিয়ন ফলোয়ার, পেলেন মাত্র ১৫৫ ভোট! লজ্জাজনক পরাজয় নিয়ে বললেন, ‘সবকিছুই ইভিএম-এর খেলা…’

রিয়েলিটি শো 'বিগ বস’-এর মাধ্যমে নিজের পরিচয় তৈরি করা অভিনেতা এজাজ খান (Azaj Khan)...

Elon Musk: ৩ বছরের পুরনো রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ইলন মাস্ক

ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর বিশ্বজুড়ে শোনা যাচ্ছে ইলন মাস্কের (Elon Musk) ডঙ্কা। ৫ নভেম্বর...

Maharashtra Election: স্বরা ভাস্করের স্বামী ফাহাদ পরাজিত, ইভিএমকে দোষারোপ করলেন অভিনেত্রী

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের (Maharashtra Election) ভোট গণনা প্রায় শেষের পর্যায়ে। বেশ কয়েক দফা ভোট...

More like this

Dilip Ghosh: অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর থেকে বড় নেতা! দিলীপ ঘোষের মন্তব্য নতুন করে অস্বস্তিতে বিজেপি

শনিবার পশ্চিমবঙ্গের ছটি বিধানসভা কেন্দ্রের সব কটিতেই তৃণমূলের দখলে (Dilip Ghosh)। এমনকী বিজেপির মাদারিহাট...

Police: শুদ্ধিকরণের পথে আরও এক ধাপ এগোল পুলিশ! কম্পালসরি ওয়েটিংয়ে পাঠানো হল আইসি পার্থ ঘোষকে

মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর বার্তার পর একের পর এক পুলিশ (Police) আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া...

Kanti Ganguly: বাইপাসের ধারে বেশিরভাগ জলাজমি নিয়ে দু্র্নীতি বাম আমলের! কুণাল ঘোষের মন্তব্যে সরব কান্তি গঙ্গোপাধ্যায়

কসবার কাউন্সিলরকে খুনের চেষ্টার পর উঠে আসছে বিঘার পর বিঘা জলাজমি দখলের লড়াইয়ের তত্ত্ব। ...