তেলেঙ্গানা: মঙ্গলবার ১৩৭ জন যাত্রী নিয়ে তেলেঙ্গানা রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে(Rajiv Gandhi International Airport) জরুরি অবতরণ করে ইন্ডিগোর বিমান। সংবাদ সংস্থা এএনআই খবর অনুযায়ী মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করলে বিমান চালক জরুরী অবতরণে বাধ্য হন।
অসামরিক বিমান পরিবহনের ডিরেক্টর জেনারেল জানান ৬ই৮৯৭(6E879) ইন্ডিগোর বিমান ব্যাঙ্গালোর থেকে বারাণসীর উদ্দেশ্য উড্ডয়ন করেছিল। তবে মাঝপথে সকাল ৬:১৫ মিনিটে সামশাবাদ(Samshabad) বিমানবন্দরে জরুরী অবতরণ করানো হয় বিমানটিকে। যান্ত্রিক ত্রুটির কারণে চালকের এই সিদ্ধান্ত। বিমানে যাত্রী সংখ্যা ছিল ১৩৭জন। ঘটনার পর তারা প্রত্যেকে সুরক্ষিত।
যাত্রীদের দুর্ভোগের কথা মাথায় রেখে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। ইন্ডিগো তরফে ঘটনার এখনও কোনো বিবৃতি পাওয়া যাননি। তবে আসল কারণ জানতে তদন্তের নির্দেশ দেন ডিরেক্টর জেনারেল ।