Homeজেলার খবরEgra Blast: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল এগরার খাদিকুল গ্রাম, ছড়িয়ে ছিটিয়ে একাধিক...

Egra Blast: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল এগরার খাদিকুল গ্রাম, ছড়িয়ে ছিটিয়ে একাধিক দেহ

Published on

 

 

খবর এই সময় ডেস্ক :  মঙ্গলবার দুপুরে যখন কর্ম ব্যস্ততায় মানুষ, ঠিক ১২টা নাগাদ কান ফাটা শব্দে কেঁপে উঠল পূর্ব মেদিনীপুর এগরার খাদিকুল গ্রাম। ঘটনাকে কেন্দ্র করে রীতিমত তীব্র চাঞ্চল্য ছড়ায় গ্রামবাসীদের মধ্যে।

 

কোন কিছু বুঝতে না বুঝতেই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে গ্রামবাসীরা। বাতাসে বারুদের গন্ধ  মিলতেই আর দেরি না করে যে যার মত ছোটাছুটি শুরু করে দেয়। গ্রামের মানুষ বাজি কারখানায় যে বিস্ফোরণ হয়ে আগুন লেগেছে তা দেখতে পেয়ে কিছুটা এগোতেই গ্রামবাসীরা দেখতে পান বিস্ফোরণের জন্য জেরে এদিক ওদিক ছিটকে রয়েছে ঝলসানো দেহ। ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখা যায় একাধিক দেহ । খবর পেতেই ঘটনা স্থলে আসে পুলিশ ও দমকল। মাটিতে পরে থাকা দেহ গুলিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। পুলিশ সূত্রে খবর বিস্ফোরণের ফলে ইতিমধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা এখনও পর্যন্ত ৭ জন। উদ্ধার কাজ এখনও চলছে অঞ্চল জুড়ে।

 

 

অগ্নিদগ্ধ বাজি কারখানাটি অবৈধ হওয়ায় গ্রামবাসীদের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ। তবে বাজির আড়ালে বোমা তৈরি হত কি না তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ঘটনাস্থল ঘিরে রেখেছে এগরা থানায় পুলিশ বাহিনী। এদিকে রাজ্যে পঞ্চায়েত ভোট আসন্ন। তাই ভোটের আগে বোমা তৈরি হত নাকি কৃষ্ণপদ বাগের কারখানায় শুধু বাজি তৈরি হত নিয়ে শুরু হয়েছে জল্পনা।   তবে সবদিক খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।

 

 

দিনে দুপুরে গ্রামে এই বিস্ফোরণে সাধারণত মানুষের নিরাপত্তা নিয়ে উঠে আসছে একাধিক প্রশ্ন। নিরাপত্তা নিয়ে গ্রামবাসীদের এক অংশে শুরু হয়েছে ক্ষোভের বহিঃপ্রকাশ। পুলিশকে সামনে পেয়ে বিক্ষোভ উগড়ে দেয় গ্রামবাসীরা।

 

 

এদিকে দুপুরে সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্ফোরণে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। মুখ্যমন্ত্রী বলেন, গত বছর ১৯ অক্টোবর এই অবৈধ বাজি কারখানার মালিককে গ্রেফতার করে পুলিশ। তবে মামলায় জামিন পেয়ে যায় তিনি। এই অঞ্চলে একাধিক জায়গায় বাজির কারখানা গড়ে উঠেছে। উড়িষ্যার সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় বাজি উৎপাদন করে সহজেই উড়িষ্যায় চালান করা হত বাজি গুলিকে। তবে নাকা তল্লাশি চালিয়ে প্রত্যেক অবৈধ বাজি কারখানা বন্ধ করা হবে। দুর্ভাগ্যজনক ঘটনা কর্মসংস্থানের জন্য স্থানীয় বাসিন্দারা অনেকেই এই কারখানার উপর নির্ভরশীল। ঘটনায় ৫জনের মৃত্যু এবং ৭ জন আহত হয়েছে। নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে সরকারের পক্ষ থেকে আড়াই লক্ষ টাকা এবং আহত পরিবারের হাতে ১ লক্ষ টাকা তুলে দেওয়া হবে। বিস্ফোরণের ঘটনার পিছনে ঠিক কি কারণ তা তদন্ত করবে সিআইডি। আজকের ঘটনার পর অবৈধ বাজি কারখানার মালিক পলাতক হলেও দ্রুত পুলিশ গ্রেফতার করবে। পরবর্তী সময় এগরা থানায় আই সি কে তলব করা হবে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

 

অপর দিকে এই ঘটনার পিছনে এগরার থানার আইসি কে দ্বায়ী করেন শুভেন্দু অধিকারী। অভিযুক্ত মালিকের সাথে পুলিশের টাকা বিনিময় হত বলে এমনটাই টুইট করেন বিরোধী দলনেতা।

 

Latest News

Price Hike: আলু রফতানিতে নিষেধাজ্ঞা! দাম কমার আশায় মধ্যবিত্ত বাঙালিরা

মুখ্যমন্ত্রীকে না জানিয়েই ভিন রাজ্যে পাঠানো হচ্ছিল আলু (price hike)। তার জেরেই হু হু...

IND vs AUS: ভারতের ব্যাটিংয়ে ধস, অজিদের কোমর ভেঙে দিলেন অধিনায়ক বুমরা

শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার (IND vs AUS) মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট...

IPL: আইপিএলের আগামী তিন আসরের সূচি প্রকাশ্যে

আসন্ন আইপিএলের (IPL) নিলাম অনুষ্ঠিত হয়নি এখনও। আগামী ২৪ ও ২৫ মে সৌদি আরবের...

Gyanvapi case: জ্ঞানবাপি মামলায় সুপ্রিম কোর্টের বড় রায়, মুসলিম পক্ষকে নোটিশ, ১৪ দিনের মধ্যে সিদ্ধান্ত?

শুক্রবার সুপ্রিম কোর্ট জ্ঞানবাপি মসজিদ (Gyanvapi case) পরিচালনা কমিটি এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে...

More like this

Price Hike: আলু রফতানিতে নিষেধাজ্ঞা! দাম কমার আশায় মধ্যবিত্ত বাঙালিরা

মুখ্যমন্ত্রীকে না জানিয়েই ভিন রাজ্যে পাঠানো হচ্ছিল আলু (price hike)। তার জেরেই হু হু...

TMC Leaders: শুদ্ধিকরণের পথে দল! গ্রেফতার তৃণমূলের দুই প্রভাবশালী নেতা

মুখ্যমন্ত্রী নবান্নে বৃহস্পতিবার বৈঠকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন (TMC Leaders)। এরপরেই তড়িঘড়ি  বারাবনির এসআই-কে...

Calcutta High Court: আপাতত ভাঙা যাবে না মন্দারমনির হোটল! বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের

হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে সাময়িক স্বস্তিতে  মন্দারমনির হোটেল মালিকরা। জেলা শাসকের হোটেল ভাঙার...