খবরএইসময়,নিউজ ডেস্কঃ সোমবার কাশ্মীরের অনন্তনাগে নৃশংস ভাবে খুন করা হল ৪০ বছর বয়সী এক কাশ্মীরি পণ্ডিতকে।মৃত ওই পণ্ডিতের নাম অজয় ভারতী। তিনি লারকিপোরার লুকবাওয়ান গ্রামের সরপঞ্চ ছিলেন। বাগান দেখভাল করার সময় অজয় ভারতীকে আক্রমণ করে সন্ত্রাসবাদীরা । গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় অজয় ভারতীর।
পুলিশ জানিয়েছে, তিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শোকপ্রকাশ করেছেন ওমর আবদুল্লাও। জানা গিয়েছে যে, ১৯৯০ সালে উপত্যকা থেকে চলে গিয়েছিলেন এই কাশ্মীরি পণ্ডিত পরিবার । দুই বছর আগে ফের নিজের ভিটেতে ফেরেন তিনি। পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দ্বীতা করেন। জিতেও যান। কিন্তু বেশিদিন স্থায়ী হল না তাঁর ঘরেফেরা। সন্ত্রাসের আবহে ঝড়ে গেল একটি তাজা প্রাণ।
আইএনএস সংবাদসংস্থা সুত্রে জানা গিয়েছে, ভারতীয় সরকারের অনুগত ছিল এই অজয় । সেই কারনেই তাঁকে হত্যা করা হল বলে জানিয়ে এই হত্যার দায়স্বীকার করেছে লস্করের এক শাখা সংগঠন দ্য রেসিসটেন্স ফোর্স । এইরকম আরও যারা রয়েছেন, তাদেরও ছাড়া হবে না, বলে হুমকি দিয়েছে ওই সন্ত্রাসবাদী সংগঠন।
অন্যদিকে,অজয়ের খুনিকে ধরার জন্য পুলিশ ও সেনা আলাদা আলাদা দল নামিয়েছে। জীবনের ঝুঁকি আছে আশংকা করে সরকারের কাছে নিরাপত্তারক্ষীর জন্য লিখেছিল অজয়, কোনও উত্তর আসেনি বলেই কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে। জম্মু-কাশ্মীরের কংগ্রেস সভাপতি জানিয়েছেন,অজয়ের কাছে কোনও নিরাপত্তারক্ষী ছিল না। এই ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবি করেছেন তিনি। পাশাপাশি এই হত্যাকে উপত্যকায় তৃণমূল স্তরে গণতন্ত্রকে হারানোর একটা মরিয়া চেষ্টা বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা জম্মুর সাংসদ জিতেন্দ্র সিং।