বিজেপি বিরোধী জোট গড়তে মরিয়া বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবার কংগ্রেসের দরবারে
নিউ দিল্লি : বিজেপি বিরোধী জোট গড়তে মরিয়া বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Bihar CM Nitish Kumar) এবার কংগ্রেসের (Congess) দরবারে। মাসখানেক আগে নবান্নে বাংলার মুখ্য তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav) দের সঙ্গে বৈঠকের পর গতকাল, রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) সঙ্গে বৈঠক করেন নীতীশ।
আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিরোধী দলগুলিকে একত্রিত করার প্রচেষ্টা জোরদার করেছেন। সোমবার (২২ মে) দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসভবনে পৌঁছোন নীতীশ কুমার। যেখানে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এই বৈঠকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, কেসি ভেনুগোপাল, জেডিইউ সভাপতি লালন সিং এবং বিহার সরকারের মন্ত্রী সঞ্জয় ঝাও উপস্থিত ছিলেন।
দেখুন ভিডিও 👇
#WATCH | Bihar CM Nitish Kumar meets Congress national president Mallikarjun Kharge and party leader Rahul Gandhi at Congress chief Kharge's residence.
(Source: AICC) pic.twitter.com/IERTSQMItm
— ANI (@ANI) May 22, 2023
কংগ্রেস, আরজেডি-র সঙ্গে জোট গড়েই বিহারের মসনদে এখন জেডি (ইউ) প্রধান নীতীশ কুমার। বিজেপির সঙ্গ ছেড়ে বিহারে মহাজোটে গড়ে সিংহাসনে বসেন নীতীশ। এখন নীতীশের লক্ষ্য হল, ২০২৪ লোকসভা নির্বাচনে বিজপির বিরুদ্ধে বিরোধীদের একের বিরুদ্ধে এক প্রার্থীর ফর্মুলাকে বাস্তবায়ন করা।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, অসুস্থতার কারণে তেজস্বী যাদব বৈঠকে যোগ দিতে পারেননি। বৈঠকের পর কেসি বেণুগোপাল এবং লালন সিং বলেন, আমাদের আজকের বৈঠকে বিরোধী ঐক্যের বিষয়ে ঐকমত্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিরোধী ঐক্যের জন্য সব দলের বৈঠক হবে, যার জন্য আগামী দুই-তিন দিনের মধ্যে স্থান, সময় ও তারিখ নির্ধারণ করা হবে। অধিকাংশ বিরোধী দলের নেতাদের আমন্ত্রণ জানানো হবে।