কৌশিক দাসগুপ্ত, শিলিগুড়িঃ বছর দুয়েক পর ফের খুশির জোয়ার শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে। সংখ্যায় বাড়ল রয়্যাল বেঙ্গল। সাদা বাঘ কিকা জন্ম দিল দুটি শাবকের। তিন মাস ধরেই কিকার মা হবার খবর পাওয়া যাচ্ছিল। কিকাকে সেভাবেই রেখে দিয়েছিল বেঙ্গল সাফারি কতৃপক্ষ।
জানা গিয়েছে, গত ১২ জুলাই সাদা বাঘ কিকা দুটি শাবকের জন্ম দেয়। তবে একটি শাবক মৃত অবস্থায় জন্ম হয়। আরেকটি শাবক সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে জানিয়েছে উত্তরবঙ্গের বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ। বর্তমানে তাঁর এক সন্তানকেই আগলে রেখেছে কিকা। এদিকে নতুন খুদে অতিথির আগমনে উচ্ছ্বসিত পার্ক কর্তৃপক্ষ থেকে বনদপ্তর।
কিকার সন্তান প্রসব হওয়ায় বেঙ্গল সাফারি পার্কে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে হল ১১ টি। বাঘ প্রজননে বেঙ্গল সাফারি পার্কের সফলতা এখন সারা দেশের মধ্যে অন্যতম। মাত্র সাত বছরে বাঘের সংখ্যা যে হারে বেঙ্গল সাফারি পার্কে বৃদ্ধি পেয়েছে, তাতে কেন্দ্রীয় জু অথরিটির নজর কেড়েছে বেঙ্গল সাফারি পার্ক। রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “দারুণ খুশির খবর। তবে আরেকটি শাবক জীবিত থাকলে খুশিটা দ্বিগুণ হতো। এই প্রথমবার মা হল কিকা। রয়্যাল বেঙ্গল বাঘের প্রজননে অন্যতম নিরাপদ স্থান বেঙ্গল সাফারি পার্ক।” মা ও শাবককে সতর্কতার সঙ্গে খেয়াল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে পার্ক কর্তৃপক্ষকে।”
কিকা এবং তার শাবককে দেখতে আজ সকাল থেকেই ভীড় লেগে যায় বেঙ্গল সাফারিতে। যদিও বেঙ্গল সাফারি কতৃপক্ষ এই ব্যাপারে কোন ধরনের ঝুঁকি নিতে চায় নি। জানা গেছে আজ নয় কাল থেকে কিকাকে দর্শকদের সামনে আনা হবে। তবে সমস্ত পরীক্ষা করে তবেই। যদি মনে করা হয় কিকা একেবারেই উপযুক্ত তবেই তাকে বাইরে আনা হবে। তবে একেবারে দেখেশুনে। কিকা এবং তার সন্তান আপাতত ভালই আছে বলে জানিয়েছে বেঙ্গল সফারি কতৃপক্ষ।