খবর এইসময় ডেস্ক. লাইনচ্যুত দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টয় ট্রেন। ঘুম স্টেশন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে। যদিও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
জানা গিয়েছে, শনিবার সকালে ঘুম স্টেশন থেকে দার্জিলিংয়ের দিকে যাচ্ছিল টয় ট্রেনটি । স্টেশন ছেড়ে কিছুটা যেতেই ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। তারপরেই বিকট শব্দে থেমে যায় ট্রেনটি। স্বভাবতই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি ঘুম স্টেশনের রেল কর্মীরা তাদের আশ্বস্ত করেন। টয় ট্রেনের চাকা লাইনে তোলার কাজ শুরু করেন তারা। এদিকে ব্যস্ততম ঘুম থেকে দার্জিলিং যাওয়া রাস্তার উপর লাইন থেকে সরে গিয়ে টয় ট্রেনটি হেলে থাকার জেরে যান চলাচলে সমস্যা হয়।
এদিকে ট্রেনের যাত্রীদের মধ্যে অনেকেই রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে জানান, যাত্রী নিরাপত্তার বিষয়টিকে সেভাবে গুরুত্ব দিচ্ছে না রেল। তবে এই ঘটনার পর অনেক যাত্রীই আর টয় ট্রেনে চাপতে পারেননি। পর্যটন মরশুম শুরু হয়েছে। বাধসেধেছে আবহাওয়া খারাপ। এর মাঝেই দার্জিলিংয়ে শুরু হয়েছে পর্যটকদের আগমন।