অভিজিৎ দাস, শিলিগুড়ি: অক্টোবর মাসের প্রথম দিনে, শিলিগুড়ির শিবম প্যালেসের অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির প্রথম রাজ্য সম্মেলন।
রাজ্যের প্রতিটি জেলা থেকে ঝাঁকে ঝাঁকে পুলিশ কর্মী ও সহায়ক পুলিশ কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এক কথায় বলা যেতে পারে পুলিশ কর্মীদের এক মিলন ক্ষেত্রের রূপ নিয়েছিল এদিনের অনুষ্ঠান প্রাঙ্গণ। মূলত গোটা রাজ্যের পুলিশ কর্মী ও সহযোগী পুলিশ কর্মীদের বিভিন্ন চাওয়া-পাওয়া, সুবিধা-অসুবিধা ও দাবি-দাওয়া নিয়ে আলোচনা করা হয় এই সম্মেলনে। সমগ্র সম্মেলনটি পরিচালনা করেন পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার বিজিতাশ্ব রাউত।
এছাড়া এদিনের সম্মেলনে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন শান্তনু সিনহা বিশ্বাস (রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের কো-অর্ডিনেটর) , জয়ন্ত পাল (আই-জি উত্তরবঙ্গ) এবং শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর এছাড়াও পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং সর্বোপরি হাজার হাজার পুলিশ কর্মী ও সহযোগী পুলিশকর্মী ।
Pp
কনভেনার বিজিতাশ্ব রাউত বলেন, আজ ছিল প্রথম রাজ্য সম্মেলন। রাজ্যের বিভিন্ন প্রান্তের পুলিশ কর্মী থেকে শুরু করে সহায়ক পুলিশ কর্মীদের উপস্থিতি দেখে খুব ভাল লাগছে। এইভাবে সাড়া পাওয়া যাবে ভাবতে পারিনি। সকলের এমন
উপস্থিতি ওয়েলফেয়ার কমিটির- রাজ্য সম্মেলন যেন বাড়তি অক্সিজেন দিল, পরিশেষে বলা যেতেই পারে এদিনের এই রাজ্য সম্মেলন কে একটি ঐতিহাসিক রাজ্য সম্মেলন বললে খুব একটা ভুল হবেনা” ।