পল্লব হাজরা, পানিহাটি: মহালয়ের সকালে পানিহাটি (Panihati) গিরিবালা ঘাটে তর্পণ (Tarpan) করতে এসে গঙ্গায় (ganges) তলিয়ে গেলেন কাশিপুর গ্যান এন্ড সেল ফ্যাক্টরির সদ্য অবসরপ্রাপ্ত কর্মী শেখর মণ্ডল(৬১)। আজ শনিবার সকাল ৮টা নাগাদ স্ত্রী কে নিয়ে তর্পণ করতে আসেন মধ্যমগ্রাম মেঘদূত এলাকার বাসিন্দা শেখর মন্ডল। জলে ডুব দিয়ে শেখর বাবুকে উঠতে না দেখে চিন্তিত হয়ে পড়েন স্ত্রী মহুয়া মণ্ডল। ঘাটে আসা তর্পণকারীরা উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়লে শেষ রক্ষা হয়নি। গিরিবালা ঘাটে ছুটে আসেন খড়দহ থানার পুলিশ আধিকারিক ।ঘটনাস্থলে উদ্ধারকার্যে নামনা হয় বিপর্যয় মোকাবিলায় বাহিনী। গঙ্গায় ডুবিরে নামিয়ে চলে তল্লাশি। তবে জোয়ারের স্রোত বেশি থাকায় দেহের খোঁজ করতে বেশ বেগ পেতে হয়।
শেখর বাবুর স্ত্রী মহুয়া মণ্ডল জানান এদিন সকাল ৮টায় পানিহাটি (Panihati) গিরিবালা ঘাটে তর্পণ করতে আসেন। তর্পণ শেষে স্নান করার সময় ঘটে বিপত্তি। জলে ডুব দিতেই আর খোঁজ মেলেনি। এবছর ফেব্রুয়ারি মাসে চাকরি থেকে অবসর হন। সামান্য হাই প্রেসার এবং সুগার থাকলেও শারীরিক ভাবে সুস্থই ছিলেন।
দীর্ঘ পাঁচ ঘন্টা কেটে গেলেও এখনো পর্যন্ত দেহ উদ্ধার করতে পারিনি উদ্ধারকারী দল। ঘটনাটি ঘিরে তীব্র চঞ্চল ছিল ছড়িয়েছে গিরিবালা ঘাট সংলগ্ন অঞ্চলে। পরিবারের সকলের মুখে উৎকণ্ঠর ছাপ। সাঁতার জানলেও কেন এই বিপত্তি সেই প্রশ্নের উত্তর খুঁজছেন সকলে।