খবরএইসময় ডেস্কঃ তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল করলে(Kerala)অনুষ্ঠিত ধর্মীয় প্রার্থনা। রবিবার ঘটনাটি ঘটে কেরলের এর্নাকুলাম ( Ernakulam) এলাকায়। স্থানীয়দের দাবি এদিন কালামাসেরি(Kalamassery) একটি কনভেনশন সেন্টারে (Convention centre) ধর্মীয় প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছিল। হঠাৎ পর পর তিনটি বিস্ফোরণে তছনছ হয়ে যায় সব কিছু।
সকাল ৯টায় প্রথম বিস্ফোরণটি ঘটে। প্রায় ২ হাজার মানুষ প্রার্থনা সভায় অংশ নিয়েছিলেন। ৩দিনে ব্যাপি চলা সভার আজই ছিল শেষ দিন। বিস্ফোরণের জেরে ছড়ায় তুমুল উত্তেজনা। আগুন লেগে যায় হলের ভিতরে থাকা বেশ কিছু অংশে। ঘটনায় মৃত্যু হয় ১জন। ৩৬ জন আহত হলেও লাফিয়ে বাড়ছে সেই সংখ্যা। ৬জনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ সহ দমকলের ইঞ্জিন। ঘটনার পর নিরাপত্তা চাদরে ঘিরে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ।
ঘটনার উপর সর্বদা নজর রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র চার সদস্যের একটি দল।