নিজেস্ব প্রতিনিধি, বরানগর: বৃহস্পতিবার রাত তখন ২ ছুঁইছুঁই, আচমকাই আগুন লাগে বরানগর ২৯/২/১১ এ কে মুখার্জী রোড (A K Mukherjee Road)সংলগ্ন বহুতলে। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে বহুতলের ৬ তলার( 5th floor) বিস্তীর্ণ অংশে। ঘুম থেকে উঠে আগুন নিভাতে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ছুটে আসে ২টি দমকল ইঞ্জিন(Fire tender) সহ বরানগর (Baranagar) থানার পুলিশ। বেশ কয়েক ঘন্টার চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় বাসিন্দা রিতা মণ্ডল জানান আশেপাশে চিৎকার শুনে মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙে। বাড়ির বাইরে আসতেই আকাশ দেখি লাল করে দূর থেকে দেখা যাচ্ছে আগুন। পরপর একাধিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা যায়। তিনি আরো জানান আবাসনে একাধিক দোকান সহ সোনার কারখানা রয়েছে। আর সেই সোনার কারখানায় থেকে গ্যাস সিলিন্ডার(Gas Cylinder) থেকেই সম্ভবত এই অগ্নিকাণ্ড। আগুন লাগার সময় স্বর্ণ শিল্পীরা একে একে বেরিয়ে আসে। দু জন আটকে পড়লে পরবর্তী সময় উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে খবর, ঘটনার জেরে হতাহাতের কোন খবর নেই। আগুন লাগার পর দুটি দমকলের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট না হলেও ঘরে থাকা বেশির ভাগ জিনিস ভষ্মিভূত। তবে ঠিক কি কারণে এই অগ্নিকাণ্ড তা ক্ষতিয়ে দেখছে দমকল সহ বরানগর থানার পুলিশ।