খবরএইসময় ডেস্ক: গত একুশে নভেম্বর নিজের বাড়ির সামনে দুষ্কৃতিদের গুলিতে নিহত হয়েছিলেন জগদ্দলের তৃণমূল নেতা ভিকি যাদব। সেই খুনের ঘটনায় গত ২১ শে ডিসেম্বর গ্রেপ্তার করা হয়েছিল বারাকপুরের সাংসদ অর্জুন সিংহের (Arjun Sing) ভাইপো সঞ্জীত সিং ওরফে পাপ্পুকে। বাইশে ডিসেম্বর তাকে ব্যারাকপুর আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক। সেইমতো ২৭ ডিসেম্বর তাকে ফের বারাকপুর আদালতে তোলা হলে সাত দিনের পুলিশি হেফাযতের নির্দেশ দেন বিচারক। আজ সাত দিনে পুলিশে হেফাজত শেষ হলে তাকে ফের বারাকপুর আদালতে তোলা হয়।
ভাইপো পাপ্পু সিং কে আইনি পরামর্শ দিতে ব্যারাকপুর আদালতে হাজির হন সাংসদ অরজুন সিং (Arjun Sing)। আজ আদালতে ভিক্কি যাদব খুনের ঘটনায় সেভাবে কোন প্রমাণ দিতে পারিনি তদন্তকারী পুলিশ আধিকারিকরা। তবে অন্য একটি মামলায় তাকে বিচারক ২ দিনের পুলিশ হেফাজতের নিরদেশ দিলে সাংসদ অরজুন সিং বলেন,পুলিশ কারও প্ররোচনায় আইন কে কাজে লাগিয়ে তৃনমুলের ঘরের ছেলে পাপ্পু কে হেনস্থা করছে।দলের কাছে আবেদন যারা দলের ক্ষতি করছে তাদের পুলিশ সিকিউরিটি সড়িয়ে দিক।তাহলে তারা আর দলের এভাবে ক্ষতি করার সাহস পাবে না!! দলে যেভাবে একে অপরের বিরুদ্ধে সোচ্চার হছে, তাতে দলের ক্ষতি হচ্ছে।বিজেপি কে জায়গা করে দিচ্ছে।আমি প্রবিন বা নবীন নিয়ে কিছু বলবো না!! তবে যারা বিজেপির হাত শক্ত করছে তাদের সিকিউরিটি তুলে নিলে সব বন্ধ হয়ে যাবে।