সৌভিক সরকার,বারাকপুরঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকল ভারতবাসীর উদ্দ্যেশ্যে একটি চিঠি লিখেছেন। সেই চিঠি ‘গৃহসম্পর্ক’ অভিযানের মধ্য দিয়ে প্রত্যেক ভারতবাসীকে বাড়িতে বাড়িতে গিয়ে পৌছঁনোর দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির তরফে। সেইমত আজ সকালে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু সল্টলেক এডি ব্লকে ‘গৃহ সম্পর্ক’ অভিযান শুরুকরলেন প্রত্যেক মানুষের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লেখা চিঠি বিলি করে।
সায়ন্তন বাবু জানান, আজ তাঁর একাধিক প্রোগ্রাম আছে । তাই খুব সকাল থেই শুরু করলেন। যেহেতু সল্টলেকের মানুষ সবসময় তাঁদের সাথে থাকেন, সে কারনে এই সল্টলেক এডি ব্লক থেকে ‘গৃহ সম্পর্ক’ অভিযান শুরু করলেন। তিনি জানালেন , আমাদের বাড়ি বাড়ি কার্যক্রম চলছে ভারতের প্রধানমন্ত্রী নাগরিকদের উদ্দেশ্যে যে চিঠি লিখেছেন সেই চিঠি আমরা প্রত্যেক মানুষের কাছে তুলে দিতে চাই ।

প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে কি লিখলেন তাঁর চিঠিতে ?
প্রধানমন্ত্রীর চিঠিতে বিভিন্ন বিষয় লেখা থাকলেও চিঠির উল্লেখ্য যোগ্য যেটা তিনি লিখেছেন, আরও একবার দেশের ১৩০ কোটি মানুষ এবং তাদের গণতান্ত্রিক চেতনার কাছে আমি নতমস্তক । এটা যদি স্বাভাবিক সময় হতো , আমি আপনাদের সবার মধ্যে দিয়ে গিয়ে আমার মনের কথা বলতাম কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে তা সম্ভব নয়। তাই এই পত্রের মাধ্যমে আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছি ।আপনাদের স্নেহ, শুভকামনা এবং সক্রিয় সমর্থন সবসময় আমাকে নতুন শক্তি ও অনুপ্রেরণা দিয়েছে। যেভাবে আপনারা ভারতীয় গণতন্ত্রের মিলিত শক্তি কে তুলে ধরেছেন তা সারা পৃথিবীর কাছে আলোক -বর্তিকা স্বরূপ। দেশবাসীর স্বপ্ন ভারতকে আবার জগত সভায় শ্রেষ্ঠ আসনে দেখার। গত একটি বছর আমরা কাজ করেছি ভারতবাসী স্বপ্ন পূরণের লক্ষ্যে ।আজ দেশের ১৩০ কোটি জনতা নিজেদের সংযুক্ত ও সম্পৃক্ত করেছেন এই লক্ষ্যে গৃহীত কর্মযজ্ঞে জ্ঞান শক্তি ও রাষ্ট্রশক্তির অপূর্ব মেলবন্ধন সৃষ্টি নতুন শক্তি আজ দেশমাতার শরীরের প্রতিটি কোষে প্রবাহিত সবকা সাথ সবকা বিকাশ শক্তিতে দীক্ষিত ভারত আজ সব দিকে এগিয়ে চলেছে দৃঢ় পদক্ষেপে।