Central Forces: লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী আসছে বাংলায়!

বাংলায় লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই  চলতি মাসের শেষে কেন্দ্রীয় বাহিনী (Central Forces) আসা নিয়ে সম্ভাবনা অনেকটা জোরালো হয়েছে যা কার্যত নজিরবিহীন।

News Desk :  দুয়ারে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন রাজ্যের বিভিন্ন প্রান্তে চড়ছে রাজনৈতিক উত্তাপ। তার মধ্যেই সূত্রের খবর কেন্দ্রর কাছে রেকর্ড ৯২০ কোম্পানি বাহিনী(Central Forces) চাইল রাজ্য। গত লোকসভা নির্বাচনে দিনক্ষণ ঘোষণার পর বাংলায় পা রেখেছিল কেন্দ্রীয় বাহিনী (Central Forces)। তবে চলতি মাসের শেষে বাহিনী আসা নিয়ে সম্ভাবনা অনেকটা জোরালো হয়েছে যা কার্যত নজিরবিহীন।

সূত্রের খবর ৪মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। ৫ মার্চ রাজনৈতিক দল সহ পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সাথে হতে পারে বৈঠক। স্পর্শকাতর বুথ চিহ্নিত করে নামের তালিকা ইতিমধ্যে চেয়েছে নির্বাচন কমিশন। বর্তমান পরিস্থিতি সহ গত লোকসভা ও বিধানসভা নির্বাচনের নানান অপ্রীতিকর ঘটনা পুনরাবৃত্তি না হয় তা নিয়ে আগেভাগে বাড়তি সতর্কতা কেন্দ্রর, এমনটা মনে করছে রাজনৈতিক মহল।