খবর এইসময় ডেস্কঃ ফের সংগীত জগতে নক্ষত্রপতন। না ফেরার দেশে পাড়ি দিলেন কিংবদন্তি গজল শিল্পী পঙ্কজ উধাস(passess away Pankaj Udhas)। পরিবার সূত্রে খবর দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে ভুগেছিলেন সনামধন্য শিল্পী। শরীরে বাসা বেঁধেছিল ক্যান্সারের মতো মারণ ব্যাধি। তবে কিছু দিন ধরে শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হলে সোমবার সকাল ১১ ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃতুকালীন তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
চার দশকের বেশি সময় ধরে সংগীতপ্রেমী মানুষের কাছে পৌঁছে গেছেন তাঁর গানের ডালি নিয়ে। গজল সংগীতশিল্পী হিসাবে নানান একক অ্যালবাম রয়েছে তাঁর। অ্যালবাম পাশাপাশি হিন্দি ছবিতেও গান গেয়েছেন শিল্পী।”চিঠঠি আই হ্যায়’, ‘চান্দি জ্যায়সা রং’, ‘না কজরে কি ধার’, ‘জিয়ে তো জিয়ে ক্যায়সে গানে মুগ্ধ হয়েছেন শ্রোতা। ফিল্ম-ফেয়ার অ্যাওয়ার্ড সেরা গায়ক থেকে পদ্মশ্রী একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন প্রখ্যাত শিল্পী।
২৭ ফেব্রুয়ারি তাঁর শেষ কৃত্য সম্পন্ন হবে। শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ সিনেমা জগতে। সোশ্যাল মিডিয়ায় শিল্পীর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন শিল্পী থেকে আমজনতা।