উত্তরপ্রদেশে অখিলেশ যাদব লোকসভা নির্বাচনে (Loksabha Election24) নিজেদের তৃতীয় প্রার্থী তালিকা ঘোষণা করার পর সেখানেই ‘দিদি’ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটি আসন ছেড়ে দেন, তাই …….
খবর এইসময় ডেস্ক: গত ১০ মার্চের ব্রিগেড সমাবেশ থেকে লোকসভা নির্বাচনে(Loksabha Election24) পশ্চিমবঙ্গের ৪২টি আসনেরই প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল। ‘হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে,ইন্ডিয়া থিঙ্কস টুমরও’ রাজ্যের মুখ্যমন্ত্রী বরাবর এই শ্লোগানটি গর্বের সঙ্গে বলে চলেছেন । এদিন আরও একবার প্রমাণ করে দিলেন যা শুধু ভু ভারতেরই নয় গোটা বিশ্বে এমনটা কোনও রাজনৈতিক দল করতে পেরেছে বলে যা মুখ্যমন্ত্রী নিজে প্রার্থীদের নিয়ে ব়্যাম্পে হেঁটে সমর্থকদের মাঝে চমক দিয়েছিলেন। আর এরপরে অসমের ৪টি এবং মেঘালয়ের একটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে দিল তৃণমূল।
উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব লোকসভা নির্বাচনে (Loksabha Election24) নিজেদের তৃতীয় প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছেন। পাশাপাশি সেখানেই ‘দিদি’ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটি আসন ছেড়ে দেন তিনি। তাই এবার লোকসভা নির্বাচনে(Loksabha Election24) উত্তরপ্রদেশের ভদোই আসন থেকে লড়তে চলেছে তৃণমূল কংগ্রেস। সেখানে তৃণমূলের প্রার্থী হবেন ললিতেশ পতি ত্রিপাঠী। তিনি উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত পণ্ডিত কমলাপতি ত্রিপাঠীর নাতি। এর আগে তিনি মির্জাপুরের মাদিহান কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন ।
আবার মেঘালয়ের তুরা আসন থেকে লোকসভা নির্বাচনে(Loksabha Election24) লড়তে চলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস জানায়, তুরা থেকে দলের প্রার্থী হচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমার ভাই জেনিথ। তিনি এর আগে দুবারের বিধায়ক ছিলেন সেই রাজ্যের। তাঁর দাদা মুকুল ১৯৯৮ সাল থেকে টানা পাঁচবারের বিধায়ক মেঘালয়ে। ২০১০ সালে তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। পরে ২০২১ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। গত বছরের বিধানসভা ভোটে মুকুলের নেতৃত্বে লড়ে মেঘলায়ে পাঁচটি আসন পেয়েছিল তৃণমূল।
এছাড়াও বৃহস্পতিবার রাতে অসমের চারটি লোকসভা আসনে (Loksabha Election24) প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। সেখানে শিলচরে তৃণমূলের প্রার্থী হয়েছেন রাধেশ্যাম বিশ্বাস। লখিমপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ঘনকান্ত। বারপেটায় তৃণমূল প্রার্থী আবুল কালাম আজাদ এবং কোকরাঝাড়ে তৃণমূলের প্রার্থী গৌরীশঙ্কর সারানিয়া।
এখন শুধুমাত্র জয়ের অপেক্ষায় তৃণমূল কংগ্রেস।