জীবনযুদ্ধে হার মানলেন অভিনেতা পার্থ সারথী দেব(Prathasarathi Deb)।জীবনে একাধিক টেলিফিল্ম , ধারাবাহিক সহ নাটক থিয়েটারে দর্শকদের মুগ্ধ ……..
খবর এইসময় ডেস্কঃ দীর্ঘদিন অসুস্থ থাকার পর অবশেষে জীবনযুদ্ধে হার মানলেন অভিনেতা পার্থ সারথী দেব(Prathasarathi Deb)। ২২মার্চ ২০২৪ , ১১টা ৫০মিনিটে প্রয়াত হন টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল ৬৮। পশ্চিমবঙ্গ ‘মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম’-এর সহ-সভাপতি ছিলেন পার্থসারথি। ফোরামের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে তার মৃত্যুর খবর প্রকাশ করা হয়।
সিওপিডি সমস্যা ও পরবর্তীতে নিউমনিয়ায় আক্রান্ত হন অভিনেতা। চিকিৎসা চলাকালীন ফুসফুসে সংক্রমন ক্রমাগত বেড়েই চলছিল। গত ৯ ফেব্রুয়ারি থেকে বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এর আগে ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা।
জীবনে একাধিক টেলিফিল্ম , ধারাবাহিক সহ নাটক থিয়েটারে দর্শকের মুগ্ধ করেছিলেন অভিনেতা। প্রায় ২০০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন পার্থ সারথী(Prathasarathi Deb)। একসময় ‘চুনীপান্না’, ‘সত্যজিতে গপ্পো’ সিরিজে দাপিয়ে অভিনয় করতে দেখা গেছে। ছোট পর্দার পাশাপাশি রুপোলি পর্দা সামনে দক্ষতা ছিল তাঁর। ‘লাঠি’,’ কাকাবাবু হেরে গেলেন’, ‘প্রেম আমরা’ সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ব্যক্তি জীবনে দূরদর্শনের মেকআপ আর্টিস্ট বিনীতা দেব বন্দ্যোপাধ্যায়ের (Binitadeb Banarjee) সাথে গাঁটছড়া বেঁধেছিলেন। যদিও শেষ দিকে দাম্পত্য জীবন সুখময় হয়নি। সম্প্রতি বিবাহবিচ্ছেদ হয় তাদের।
অভিনেতার মৃত্যুতে গভীর শোকে থেকেছে গোটা টলিপাড়া। একাধিক সমাজমাধ্যমে শোকজ্ঞাপন করেছেন বহু কলাকুশলী। অভিনেতাকে চোখের জলে বিদায় জানাতে আজ বেলা ১২ টেকনিশিয়ান স্টুডিওতে আনা হবে নশ্বর দেহ। সেখানে উপস্থিত থেকে সন্মান সুযোগ পাবেন অনুরাগীরা।