নিজস্ব প্রতিনিধি,নদিয়াঃ অতিমারি করোনা ভাইরাস চীনের উহান শহর থেকে বিশ্বের অন্যান্য দেশের সাথেসাথে ভারতবর্ষের সমস্ত রাজ্যে ছড়িয়ে পড়েছে। সেই আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে যেমন বাড়ছে তেমন মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এই অতিমারি ভাইরাসের সংক্রমণ রুখতে দেশ জুড়ে চলছে লকডাউন। সারা দেশের মানুষ বিধ্বস্ত। কর্মহীন হয়ে পড়েছে মানুষ।চীন থেকে আসা এই মারণ করোনা ভাইরাসের দাপটে কর্মহীন হয়ে পড়ায় কত পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। তার ওপর গত সোমবার ভারত – চীন সীমান্তে লাদাখে চীনের অতর্কিত হামলায় ২০ জন ভারতীয় সেনা শহীদ হওয়ার পরই গোটা দেশ জুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। করোনা ভাইরাসের কারনে বিশ্বের বহু দেশই চীনকে বয়কটের ডাক দিয়েছে। ইতি মধ্যে ভারত সরকার চীনা দ্রব্য বর্জন করেছে ।
