আসমুদ্র হিমাচল এখন লোকসভা ভোটের(LoksabhaElection2024)আবহে উত্তপ্ত। দেশের ৫৪৩ টি লোকসভা আসনের জন্য ৭ দফায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ১৯ এপ্রিল হবে প্রথম দফার ভোট। শেষ ধাপের ভোট হবে ১ জুন। নির্বাচনের ফল জানা যাবে ৪ জুন। নির্বাচনকে কেন্দ্র করে সব রাজনৈতিক দল তাদের প্রচার ও প্রার্থী মনোনয়নের কাজ শুরু করে দিয়েছে।
Ready to vote? Make a splash!
In a unique voter awareness initiative, scuba divers in Chennai dove into the sea, enacting the voting process sixty feet underwater in Neelankarai.
🎥 Credit : @TNelectionsCEO #ChunavKaParv #DeshKaGarv #LokSabhaElections2024 #YouAreTheOne pic.twitter.com/wjRZZHRlh4
— Election Commission of India (@ECISVEEP) April 11, 2024
নির্বাচনের (LoksabhaElection2024) প্রস্তুতি যখন পুরোদমে চলছে, তখন চেন্নাইয়ের ছয়জন স্কুবা ডাইভার নির্বাচনী ভোটের বিষয়ে সচেতনতার এক অনন্য নজির স্থাপন করল। নির্বাচনী ভোটের বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য তামিলনাডুর নীলাঙ্করাই শহরের কাছে ৬০ ফুট গভীর ডামি ইভিএম মেশিন নিয়ে গিয়ে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করলেন ৬ জন স্কুবা ডাইভার। এই অভিনব প্রচারের উদ্দেশ্য হল, সারাদেশের মানুষকে তাদের নির্বাচনী অধিকার সম্পর্কে অবহিত করা। টেম্পল অ্যাডভেঞ্চারের ডিরেক্টর এসবি অরবিন্দ থারুশ্রি এই ক্যাম্পেইনের আয়োজন করেছিলেন।
ভারতের নির্বাচন কমিশনের তরফে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, “একটি অভিনব ভোটার সচেতনতামূলক উদ্যোগে, চেন্নাইয়ের স্কুবা ডাইভাররা সমুদ্রে ডুব দিয়ে নীলঙ্করাইতে ৬০ ফুট জলের নিচে ভোটিং প্রক্রিয়া চালিয়েছিলেন”।