বাংলা বর্ষবরণের প্রথম দিন চাঞ্চল্যকর ঘটনার স্বাক্ষী থাকলো বরানগর নিরঞ্জন সেন নগর এলাকা। একই বাড়ি থেকে এক নাবালক সহ তিন জনের মৃতদেহ( Baranagar Deadbody Recovered) উদ্ধার হয়।
পল্লব হাজরা, বরানগর: পুলিশ সূত্রে খবর, বরানগর পুরসভার ১নং ওয়ার্ডের অন্তর্গত ২৫ নিরঞ্জন সেন নগরের ওই বাড়ি থেকে সকালে পচা দুর্গন্ধ বের হয় নিরঞ্জন সেন নগর এলাকায় ওই বাড়ি থেকে বাবা, ছেলে ও নাতির দেহ উদ্ধার হয়েছে। যদিও আত্মহত্যা নাকি খুন, সেই বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানাতে চান নি পুলিশ আধিকারিকরা। যদিও অনুমান এর পিছনে চক্রান্ত রয়েছে। যদিও ঘটনার সত্যতা জানতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে বরানগর থানার পুলিশ। মৃতদেহ তিনটি উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারবে বলে আধিকারিকরা জানান। পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদের খোঁজ করে তাঁদের খবর দেওয়ার চেষ্টা করছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে বরানগর থানাতে ঘটনার খবর জানান স্থানীয় বাসিন্দারা। পুলিশ বাড়িতে এসে কোলাপসিবল গেটের তালা ভেঙে ঢোকে ভিতরে। দেখা যায়, একটি ঘরে যুবকের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। পাশের ঘরে এক বৃদ্ধ ও আরেক যুবকের দেহ। পুলিশ সূত্রে খবর তারা সম্পর্কে দাদু ও নাতি। পুলিশ সূত্রে জানা যাচ্ছে মৃতদেহগুলি যথাক্রমে বাবা, ছেলে ও নাতির।
পুলিশ সূত্রে জানান হয়েছে মৃতদের নাম শংকর হালদার (৭০), অভিজিত হালদার ওরফে বাপ্পা (৪২), দেবপর্ণ হালদার (১৫)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত অভিজিতের স্ত্রী মুনমুন এক বছর আগে বাড়ি ছেড়ে চলে যান। অন্য এক জনের সঙ্গে সম্পর্কের জেরেই এই পদক্ষেপ করেন তিনি। মৃতের স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে বলেই সূত্রের খবর। পাশাপাশি নাতি দেবপর্ণ দীর্ঘদিন ধরেই স্নায়ুর রোগের সমস্যা থাকায় অবসাদে ভুগছিল সে।
যদিও গোটা ঘটনাতে এলাকায় চাপা উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে।
স্থানীয় বাসিন্দারা চাইছে ঘটনার তদন্ত হোক ও সত্য সামনে আসুক। যদি কেউ এই ঘটনায় যুক্ত থাকে, তাহলে তার শাস্তি হোক।