ডায়মন্ড হারবার: জল্পনার অবসন৷ অবশেষে ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে কে লড়বেন ঠিক করে ফেলল বিজেপি৷ লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) প্রার্থী ঘোষণা করল গেরুয়া শিবির৷ এক সময় বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি হিসাবে কাজ করেছেন তিনি৷ এছাড়াও রাজ্য বিজেপির ইলেকশন ম্যানেজমেন্টের কো-কনভেনার হিসেবেও দায়িত্ব সামলেছিলেন তিনি৷
সূত্রের খবর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে লড়বেন অভিজিৎ দাস ওরফে ববি৷ পেশায় আইনজীবী তিনি৷ অভিষেকের বিপরীত কেন অভিজিৎ? বিজেপি সূত্রে খবর, অভিজিৎ দাসের ডায়মন্ড হারবারের প্রতিটি বিষয় নখদর্পনে৷ তাই অভিষেকের বিপরীতে গেরুয়া শিবির তাঁকে প্রার্থী করেছে৷
রাজনীতি মহলের দাবি, বাংলায় ৪২তম এবং সর্বশেষ প্রার্থী ঘোষণা করল পদ্মশিবির৷ আর শেষ ঘোষণাতেই বাজিমাৎ করল বিজেপি৷ নির্বাচনের দিন ঘোষণার পর থেকে ডায়মন্ড হারবারে প্রার্থী কে হবেন তা নিয়ে জল্পনা চলছিল রাজনীতি মহলে৷ শেষ পর্যন্ত স্থানীয় মুখের উপরেই ভরসা রেখেছে বিজেপি৷ তাই অভিজিৎ দাস ওরফে ববিকে প্রার্থী করল গেরুয়া শিবির৷
দীর্ঘ প্রায় ২০ বছর সঙ্ঘ ও বিজেপির বিভিন্ন দায়িত্ব পালনের পর ২০০৯ সালের লোকসভা ভোটে প্রথম নির্বাচনী রাজনীতির আঙিনায় প্রবেশ করেন অভিজিৎ। ২০০৯ সালে ডায়মন্ড হারবার লোকসভায় তৃণমূলের প্রার্থী হয়েছিলেন অধুনাপ্রয়াত সোমেন মিত্র। বিজেপি প্রার্থী করেছিল অভিজিৎকে। সেই নির্বাচনে মাত্র ৩৭ হাজার ভোট পেয়েছিলেন তিনি।
এরপর ২০১৪ সালে আবার ডায়মন্ড হারবারে অভিজিৎকে টিকিট দিয়েছিল বিজেপি। প্রতিপক্ষ অভিষেক। তবে জয় থেকে সে বছরও অভিজিৎ ছিলেন অনেক দূরে। অভিষেক যেখানে ৫ লক্ষের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন, ববি সেখানে পেয়েছিলেন দু’লক্ষের সামান্য বেশি ভোট। ২০১৯ সালে তাঁকে আর টিকিট দেয়নি বিজেপি। তাঁর বদলে বিজেপি প্রার্থী করেছিল নীলাঞ্জন রায়কে।