বাংলাদেশ সফরের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত হল ভারতীয় দল (Indian Squad for Bangladesh Tour)। গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে ভারত। তাই কোনভাবেই পচা শামুকে পা কাটতে রাজি নয় ভারতের মহিলা ক্রিকেট দল। সেই কারণে পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে প্রতিবেশী দেশে উড়ে যাচ্ছেন হরমনপ্রীত কৌররা।
গত বছর তিন বছর টি-টোয়েন্টি ও সম সংখ্যক ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে উড়ে গিয়েছিল ভারতের মহিলা ক্রিকেট দল। টি২০ সিরিজের প্রথম দুটি ম্যাচে ভারত জয় তুলে নিলেও শেষ ম্যাচে হারতে হয় হারমনপ্রীতদের। পরে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশের কাছে পরাজিত হয় ভারত। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে কামব্যাক করলেও তৃতীয় ওয়ানডে ম্যাচ টাই হওয়ায় সিরিজ ১-১ ড্রয়ে সমাপ্ত হয়। যদিও দুটি সিরিজেই বাংলাদেশের পিচ ও আম্পেয়ারিং নিয়ে প্রচন্ড ক্ষুব্ধ ছিল ভারতীয় দল হরমনপ্রীত কৌর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আম্পায়ারদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে আইসিসির শাস্তির কবলেও পড়েন।
বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের এই মুহূর্তে মোটেও আহামরি পারফরমেন্স উপহার দিচ্ছে না। তারা ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়। পরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে হেরে বসে। ওয়ানডে ও টি২০ মিলিয়ে শেষ আটটি আন্তর্জাতিক ম্যাচে হারের মুখ দেখেছে বাংলাদেশের মহিলা ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি হোম সিরিজে পরাজিত হওয়ার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরপর দুটি ওয়ানডে ম্যাচে পরাজিত হন নিগার সুলতানারা।
বাংলাদেশ সফরের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের মহিলা ক্রিকেট স্কোয়াড:-
হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ অধিনায়ক), শেফালী বর্মা, দয়ালান হেমলতা, সজীবন সজনা, রিচা ঘোষ (উইকেট কিপার), যস্তিকা ভাটিয়া (উইকেট কিপার), রাধা যাদব, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, আমনজ্যোৎ কৌর, শ্রেয়াঙ্কা পাতিল, সাইকা ইশাক, শোভনা আশা, রেনুকা সিং ঠাকুর ও তিতাস সাধু।