Friday, October 18, 2024
Homeখেলার খবরMahesh Bhupathi on RCB: আরসিবিকে বিক্রি করে দেওয়ার প্রস্তাব মহেশ ভূপতির

Mahesh Bhupathi on RCB: আরসিবিকে বিক্রি করে দেওয়ার প্রস্তাব মহেশ ভূপতির

Published on

আইপিএলে প্রতি মরশুমে তারকা খচিত দল গড়ে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু প্রতিবারই একরাশ হতাশা উপহার পান আরসিবি সমর্থকরা। এবারও আইপিএলের ৭ ম্যাচের মধ্যে ছয়টিতে হেরে খাদের কিনারায় আরসিবি। প্রিয় দলের যেমন পারফরমেন্সে হতাশ বেঙ্গালুরুর ভূমিপুত্র তথা টেনিস কিংবদন্তি মহেশ ভূপতি (Mahesh Bhupathi on RCB)। সোমবার হায়দ্রাবাদের ২৮৭ রানের রেকর্ড পুঁজি তারা করতে গিয়ে ২৬২ পর্যন্ত করতে পারে বেঙ্গালুরু।

মহেশের শহরও বেঙ্গালুরু, এই দলের প্রতি তার বাড়তি ভালোবাসা রয়েছে। কিন্তু যেভাবে কোহলিরা টানা ব্যর্থ হচ্ছেন তাতে তিনিও হতাশ এবং অভিমানীও। তাই কিছুটা অভিমানের সুরেই আরসিবি দল নিয়ে বিস্ফোরক কথা বলেছেন ভারতীয় টেনিসের এই প্রাক্তন তারকা। তিনি আরসিবি দল বিক্রি করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে। মহেশ ভূবতি জানিয়েছেন বিসিসিআইয়ের উচিত আরসিবি বিক্রি করে দেওয়া। নতুন কোন মালিক যত্ন নিয়ে একটা স্পোর্টস ফ্রাঞ্চাইজি তৈরি করবে যেটা আইপিএলের অন্য টিমগুলো করতে পেরেছে। হায়দ্রাবাদের কাছে বেঙ্গালুরু হারার পর সোশ্যাল মিডিয়ায় মহেশ ভূপতি লেখেন, ‘আমি মনে করি ক্রিকেটের স্বার্থে আইপিএলের স্বার্থে সমর্থকদের জন্য এমনকি ক্রিকেটারদের জন্য বিসিসিআইয়ের উচিত নতুন মালিকের কাছে আরসিবিকে বিক্রি করে দেওয়া। যিনি এই ফ্রাঞ্চাইজিটিকে অন্য দলগুলোর মত যত্ন করে সাজিয়ে তুলবেন’।

বিরাট কোহলির প্রতিবারই চেষ্টা করেন এবারও করেছেন, কিন্তু বাকি টিম চরম ব্যর্থ। ফ্যাফ ডুপ্লেসি আর দীনেশ কার্তিককে বাদ দিলে কেউ হাফ সেঞ্চুরিও করতে পারেননি। এ প্রসঙ্গে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন বলেন, ‘ক্রিকেটের যে একা খেলা যায় না, সেটা বারবার প্রমাণ করে আরসিবি। আমার এই জন্য দলটাকে ভালো লাগে। কেউ চাইলে সেরা ক্রিকেটারদের কিনতেই পারে, কিন্তু সেটা করলেই যে ম্যাচ জেতা যাবে এমন নয়, সেটাই আরসিবি প্রমাণ করে দিয়েছে।

এবারও চলতি আইপিএলের সাতটি ম্যাচের মধ্যে ছয়টিতে হেরেছেন বিরাট কোহলিরা। ক্যামেরান গ্রিন আলজারি জোসেফ, গ্রেন ম্যাক্সওয়েল এবং মহম্মদ সিরাজ এই চার তারকাকে ডাগ-আউটে রেখে খেলতে নেমেছিল আরসিবি। ফলে আরসিবি দল গঠন নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। আরসিবি টানা ছটি ম্যাচ হেরেছে। এখন বেঙ্গালুরুর পক্ষে প্লে অফে পৌঁছানো বেশ কঠিন কাজ। কোহলি, কার্তিক, ডুপ্লেসিস এর মত অভিজ্ঞ খেলোয়াড় থাকা সত্ত্বেও আরসিবি শেষ স্থানে রয়েছে।

Latest articles

Fire at hospital: শিয়ালদহ ইএসআই হাসপাতালে বিধ্বংসী আগুন! দমবন্ধ হয়ে মৃত্যু রোগীর

শুক্রবার সকালে শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire at hospital)। শিয়ালদহ ইএসআই হাসপাতালে (Fire at hospital)...

Jammu & Kashmir: ওমর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই পূর্ণ রাজ্যের প্রস্তাব পাশ, মন্ত্রীদের দপ্তর বণ্টন

জম্মু-কাশ্মীরে (Jammu & Kashmir) নতুন সরকার গঠনের পর এখন মন্ত্রীদের দপ্তরও ভাগ করা হয়েছে।...

Salman Khan Threat: ‘সলমনের অবস্থা হবে বাবা সিদ্দিকীর চেয়েও খারাপ’, মুম্বই পুলিশকে হুমকি মেসেজ, দাবি ৫ কোটি

সমস্যা ফের বাড়ল বলিউড অভিনেতা সলমন খানের (Salman Khan Threat)। মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ...

RG Kar: সুপ্রিম শুনানির জের! আরজি কর থেকে সরিয়ে নেওয়া হল সমস্ত সিভিক ভলেন্টিয়ার

আরজি করে (RG Kar)নিরাপত্তার দায়িত্বে রাখা হচ্ছে না আর কোনও সিভিক ভলেন্টিয়ারকে। ২৯ জন...

More like this

Fire at hospital: শিয়ালদহ ইএসআই হাসপাতালে বিধ্বংসী আগুন! দমবন্ধ হয়ে মৃত্যু রোগীর

শুক্রবার সকালে শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire at hospital)। শিয়ালদহ ইএসআই হাসপাতালে (Fire at hospital)...

RG Kar: সুপ্রিম শুনানির জের! আরজি কর থেকে সরিয়ে নেওয়া হল সমস্ত সিভিক ভলেন্টিয়ার

আরজি করে (RG Kar)নিরাপত্তার দায়িত্বে রাখা হচ্ছে না আর কোনও সিভিক ভলেন্টিয়ারকে। ২৯ জন...

Weather Update: নতুন করে বাংলায় বৃষ্টির ভ্রূকূটি! দীপাবলিতে ভাসতে পারে বৃষ্টিতে

বৃহস্পতিবারও বাংলায় বিক্ষিপ্ত (Weather Update)বৃষ্টিপাত হয়। দক্ষিণে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে বাংলাতে বৃষ্টিপাত(Weather Update)...